শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ
রবিবার, ১৬ জুলাই ২০২৩



শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ (রোববার, ১৬ জুলাই)। প্রতিবছর এ দিনটিকে আওয়ামী লীগ, শেখ হাসিনার কারাবন্দি দিবস হিসেবে পালন করে থাকে।

এক এগারোর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার, ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল। প্রতিবছর এ দিনটিকে আওয়ামী লীগ, শেখ হাসিনার কারাবন্দি দিবস হিসেবে পালন করে থাকে। দেশবাসীর অনড় দাবির প্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন ১১ মাস কারাভোগের পর তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

২০০৭ সালের ১৬ জুলাই ভোর। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ধানমণ্ডির বাসভবন সুধাসদন ঘেরাও করে। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে সুধাসদন থেকে বের করে নিয়ে আসেন এবং তাকে বন্দি অবস্থায় ঢাকার সিএমএম আদালতে হাজির করেন।

ওইদিন আদালত প্রাঙ্গণে ছিল হাজারো নেতাকর্মীর উপচেপড়া ভিড়। তবে আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জামিন আইন বহির্ভূতভাবে নামঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান শেখ হাসিনা।

সেই সময় দলীয় সভাপতির মুক্তির দাবিতে ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ।

গ্রেফতার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির প্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্যদিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১০   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে তিতাসের অভিযান, ১৫টি দোকান-ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রাস্তায় হাট বসানো অনুমোদন কোনভাবেই দিবো না: ডিসি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে চালকদের হামলা, আহত ১৫
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু: যোগ হচ্ছে পাঁচ জোড়া ট্রেন
শ্রম সংস্কারের অগ্রগতি পশ্চিমা কূটনীতিকদের অবহিত করলেন লুৎফে সিদ্দিকী
আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
পুনঃখননের মাধ্যমে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রবাহ ফিরিয়ে আনা হবে: পানি সম্পদ উপদেষ্টা
আইভীর জামিন নাকচ, ডিভিশনের আবেদন
রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ