নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
বুধবার, ১৯ জুলাই ২০২৩



নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে থাকেন। এই সরকারের সময়ে শিক্ষকদের কোনো দাবি আদায়ে আন্দোলন করতে হয় না। আমরা দুটি কমিটি করে দেব, তারা এসব বিষয় নিয়ে গবেষণা করবে।

শিক্ষকদের সঙ্গে মন্ত্রী বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান এবং মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়া একই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোর সব বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল।

বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতির সঙ্গে শিক্ষামন্ত্রী ড. দীপুমনির সভায় চারটি সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলো হচ্ছে—১. জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো অগাস্টের শেষ দিকে গঠন করা হবে।

২. শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল। পরে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে এটি সমন্বয় হবে।

৩. জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে।

৪. রবিবার থেকে নিয়মিত ক্লাস হবে। ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে।

প্রসঙ্গত, ১১ জুলাই থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। আন্দোলনের অংশ হিসেবে গত রবিবার সারা দেশে ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪২   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে কাজ করতে আগ্রহী কেন শিক্ষার্থীরা?
আবহাওয়া অফিস জানালো, দেশে কতটি তীব্র শৈত্যপ্রবাহ হবে
বিএনপি যে জেলায় কোনো আসনেই প্রার্থী দেয়নি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট
জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে রেফারি চায় জামায়াতসহ ৮ দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ