সিলেটে একসঙ্গে পাঁচ যানবাহনের সংঘর্ষ, ঝরল ১ প্রাণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে একসঙ্গে পাঁচ যানবাহনের সংঘর্ষ, ঝরল ১ প্রাণ
রবিবার, ৬ আগস্ট ২০২৩



সিলেটে একসঙ্গে পাঁচ যানবাহনের সংঘর্ষ, ঝরল ১ প্রাণ

সিলেটের ওসমানীনগর উপজেলায় আহমদ নগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে খলিলুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি প্রাথমিকভাবে ফেনীতে বলে জানা গেছে।
এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক খলিলুর রহমান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর ফায়ার স্টেশনে দায়িত্বরত মোহাম্মদ মুহিবুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে। পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৫   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী
বুন্দেসলিগায় অপরাজিত শিরোপার রেকর্ড লেভারকুসেনের
সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার
তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব
পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর
ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির
সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী
কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল - পররাষ্ট্রমন্ত্রী
সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই - বস্ত্র ও পাট মন্ত্রী
অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশালে - পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ