বর্তমান সরকার জনবান্ধব ও মিডিয়াবান্ধব : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকার জনবান্ধব ও মিডিয়াবান্ধব : ডেপুটি স্পিকার
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



বর্তমান সরকার জনবান্ধব ও মিডিয়াবান্ধব : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, সংবাদমাধ‌্যম দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে আন্তর্জাতিক বিশ্বে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়। জাতির পিতা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন। তাঁর সুযোগ‌্য কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি ক্ষমতায় আসার পর অনেক ইলেকট্রনিক মিডিয়ার অনুমোদন দিয়েছেন এবং তারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে। বর্তমান সরকার জনবান্ধব ও মিডিয়াবান্ধব।

আজ (শনিবার) পাবনার ঈশ্বরদীতে বিএসআরআই এর এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে আয়োজিত ’আধার ঠেলে এগিয়ে চলা’ প্রতিপাদ‌্যে সংবাদ সাতদিন প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস‌্য নুরুজ্জামান বিশ্বাস।

ডেপুটি স্পীকার বলেন, সংবাদমাধ‌্যম একটি সমাজের দর্পন, সংবাদত্রের মাধ‌্যমের একটি দেশের প্রকৃত উন্নয়ন ও চাহিদার চিত্র উঠে আসে। সংবাদমাধ‌্যম দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে। সংবাদপত্র অনুসন্ধানী সাংবাদিকতার মাধ‌্যমে মানুষের চাহিদা ও সমস‌্যাগুলো তুলে ধরবে। যারাই সরকারে থাকবে তাদের কাছে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং সমাজকে এগিয়ে নিতে সহায়তা করবে।

মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, হলুদ সাংবাদিকতা অগ্রসরমান একটি দেশকে পিছনের দিকে নিয়ে যায়। সংবাদপত্র ধারালো অস্ত্র নয় কিন্তু ধারালো অস্ত্রের চেয়েও শক্তিশালী। মানুষ তাঁর চিন্তা ভাবনাকে লেখনীর মাধমে প্রকাশ করে। এটি খারাপকে আরও শক্তিশালী করতে পারে অন‌্যদিকে ভালো দিকটাকেও সামনের দিকে এগিয়ে নিতে পারে। দেশের স্বার্থে ও দেশের উন্নয়নে সাংবাদিকতা করবেন নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের শক্তি বৃদ্ধির পথে এবং দেশের অভ‌্যন্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হিসেবে যারা কাজ করে তাদের হাতকে শক্তিশালী করবেন তা নিয়ে সমাজের বিবেকবান মানুষদের ভাবতে হবে।

অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর মেয়র মোঃ ইছহাক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ বেলায়েত আলী বিল্লু এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৮   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার
গণভোট নিয়ে ৮ গুরুত্বপূর্ণ তথ্য দিল সরকার
২৫ বছর পর ভারতকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত
বার্সেলোনাকে উড়িয়ে দিলো চেলসি
চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ