ফরিদপুরে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ডেঙ্গুতে মৃত চন্দনা সিকদার (৫০) ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের সিকদার বাড়ী গ্রামের বাসিন্দা। গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার তিনি মারা যান।

ডেঙ্গুতে মারা যাওয়া অপর দুই নারী হলেন- ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামের ছারোয়ার বেপারীর স্ত্রী আছিয়া বেগম (৫০)। তিনি বুধবার হাসপাতালে ভর্তি হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মারা যান। অন্যজন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যসপুর গ্রামের বাসিন্দা মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া বেগম (৫০)। তিনি গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হাসপাতালে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মারা যান তিনি।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ৩০৪, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর শহরের বাইরে উপজেলা পর্যায়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮ এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, গত ২১ জুলাই থেকে আজ শুক্রবার পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জনের মৃত্যু হলো।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সাত হাজার ৮৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০১ জন।

তিনি আরও বলেন, ডেঙ্গু এখন এমন পর্যায়ে চলে গেছে যে হাসপাতাল ডাক্তারের ভরসার চেয়ে নিজেদের সতর্ক থাকতে হবে। সতর্কতাই পারে ডেঙ্গু আক্রান্ত হওয়া ঠেকাতে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৩   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ডিএমপির দুঃখ প্রকাশ
বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে : সালাহউদ্দিন
রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ