দিলরুবার পর ‘শুভ্র দেবের গান’ নকল শাকিবের সিনেমায়!

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিলরুবার পর ‘শুভ্র দেবের গান’ নকল শাকিবের সিনেমায়!
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



দিলরুবার পর ‘শুভ্র দেবের গান’ নকল শাকিবের সিনেমায়!

ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ‘পাগল মন’ গানটি ছিল জনপ্রিয় কন্ঠশিল্পী দিলরুবার গাওয়া গানের নকল। ২০১৯ সালে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সে সিনেমার প্রায় ৪ বছর পর আবারও শাকিব খান অভিনীত সিনেমার গানে লেগেছে নকলের অভিযোগ। কারণ সম্প্রতি দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্র দেব বলেছেন, চলতি বছর কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটির জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ গানটির সুর তার গাওয়া একটি গানের কপি।

হিমেল আশরাফ পরিচালিত ও আরশাদ আদনান প্রযোজিত সিনেমার জনপ্রিয় ‘ও প্রিয়তমা’ গানটি দেশ বিদেশের শ্রোতাদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছে। কন্ঠশিল্পী বালাম আর কোনালের গাওয়া জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’-র কথা লিখেছেন আসিফ ইকবাল এবং এ গানটির সুরকার ছিলেন আকাশ সেন।

সম্প্রতি সময়ে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে শুভ্র দেব জানান, ‘ও প্রিয়তমা’ গানের সুরকার এ গানটি সুর করতে ধার করেছেন তারই জনপ্রিয় গান ‘এ মন আমার পাথর তো নয়’-র সুর। গানটির সুর নকল প্রসঙ্গে শুভ্র দেব বলেন, ‘ও প্রিয়তমা’ গানটি প্রথমবার শোনার পরই এ গানের সুর আমার অতি পরিচিত মনে হয়েছে।

(দিলরুবার জনপ্রিয় গান ‘পাগল মন’ শুনতে ক্লিক করুন। পাশাপাশি এ গান থেকে নকল শাকিব অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ‘পাগল মন’ গানটি শুনতে ক্লিক করুন।)

আহমেদ রিজভীর লেখা এবং প্রণব ঘোষের সুর করা ‘এ মন আমার পাথর তো নয়’ গানের অন্তরা হুবুহু কপি করা হয়েছে ‘ও প্রিয়তমা’ গানের সুরে। শুভ্র দেব এ সময় গেয়ে শোনান তার গানের দুটি লাইন।

সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। এ গানের কথার অন্তরার পিকআপ থেকে টেল পর্যন্ত ‘ও প্রিয়তমা’ গানের অন্তরার পিকআপ থেকে টেল পর্যন্ত হুবুহু মিলে যায়। শুধু শেষের ‘মা’ কথার নোটটা পরিবর্তন করেছেন সুরকার। এমনটাই জানান কন্ঠশিল্পী।

(শুভ্র দেবের ‘এ মন আমার পাথর তো নয়’ গানটি শুনতে ক্লিক করুন। পাশাপাশি এ গান থেকে নকল শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানটি শুনতে ক্লিক করুন।)

সাক্ষাৎকারে শুভ্র দেব নকল গানের ক্ষেত্রে কপিরাইট আইনের বিষয়টিও উল্লেখ করেছেন। জানিয়েছেন, মাইলসের গাওয়া গান পশ্চিমবঙ্গে নকল হওয়ার প্রসঙ্গও। শুভ্র দেবের গান যে নকল করা হয়েছে তা তিনি প্রথম জানতে পারেন তুষারের মাধ্যমে।

কন্ঠশিল্পীর ভাষায়, মিউজিক নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে অন্যতম তুষার। ও ( তুষার) আমাকে ইনবক্সে এ তথ্য জানায়। আমি গানটি শুনি। এবং আমার কাছেও মনে হয়েছে ‘ও প্রিয়তমা’ গানের সুর ‘এ মন আমার পাথর তো নয়’-র সুরের হুবহু নকল।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:১৫   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান
সিদ্ধিরগঞ্জ ইসলামিক এডুকেয়ার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন
বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
জনগণ ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে: সাখাওয়াত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ