ভোলায় বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



ভোলায় বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় এ উপলক্ষে দৌলতখান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের সেলিম চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতখান বাসস্ট্যন্ড এলাকায় এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল । সভায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বনেতা। তার নেতৃত্বে দূর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশ ডিজিটাল হয়েছে। যার সুফল আমরা ভোগ করছি। বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু বিএনপি জোট দেশ বিরোধী কার্যকলাপের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই দেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
এসময় দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে ভোলা জেলা আওয়ামী লীগ। সকালে সদরের বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে জেলা পরিষদ চত্তরে এক হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সকাল ১১ টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪১   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
মাইলস্টোনের ৩ শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা

এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ
রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগ
রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ : ফয়েজ আহমদ তৈয়্যব
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ