‘প্রিয়তমা’র পর বছরের সেরা রোমান্টিক সিনেমা ‘ইতি চিত্রা’, দাবি পরিচালকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘প্রিয়তমা’র পর বছরের সেরা রোমান্টিক সিনেমা ‘ইতি চিত্রা’, দাবি পরিচালকের
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



‘প্রিয়তমা’র পর বছরের সেরা রোমান্টিক সিনেমা ‘ইতি চিত্রা’, দাবি পরিচালকের

মফস্বলের কলেজ পড়ুয়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। এই পরিচালকের দাবি, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘প্রিয়তমা’র পর ‘ইতি চিত্রা’ এ বছরের সেরা রোমান্টিক সিনেমা।

‘ইতি চিত্রা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নতুন দুই মুখ রাকিব হোসেন ইভান ও জান্নাতুল রিতু। উইনার ফিল্মস ও সঙ্গী প্রোডাকশনসের ব্যানারে সিনেমাটি এটি প্রযোজনা করেছেন প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম। আসছে ২০ অক্টোবর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সে উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরের ওয়াটারফল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্মাতা কর্তৃপক্ষ। ওই আয়োজনে ‘ইতি চিত্রা’র পরিচালক, প্রযোজক অভিনয়শিল্পী এবং কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির বর্তমান সভাপতি কাজী হায়াত, শাহীন সুমন, দেলোয়ার জাহান ঝন্টুসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

অনুষ্ঠানে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘ইতি চিত্রা’ পরিবার পরিজন নিয়ে দেখার মত মিষ্টি প্রেমের একটি সিনেমা। আমি এবং আমার পুরো টিম একটা মানসম্পন্ন সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। গল্পের প্রয়োজনে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে কাজ করেছি। সিনেমাপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছি, আমার প্রথম চলচ্চিত্র ‘ইতি চিত্রা’ দেখার জন্য।’

প্রযোজক শামসুল আলম বলেন, ‘জীবনে অনেক সিনেমা প্রযোজনা করেছি। তবে ‘ইতি চিত্রা’র মতো এত বড় সাহসী সিদ্ধান্ত আগে নিইনি। আমার বিশ্বাস ছিল, অনিক ভালো কিছু বানাবে। আবার ভয়ও ছিল নতুন ছেলেমেয়ে কেমন করবে। তবে শেষে অনিক আমার মন জয় করে নিয়েছে। আমার বিশ্বাস, ২০ তারিখে দর্শকের মনও জয় করবে সে।’

অভিনেতা রাকিব হোসেন ইভান বলেন, ‘সিনেমায় আমার চরিত্রের নাম মাশুক। আমি চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ইভান থেকে মাশুক হয়ে উঠার পেছনে সিনেমাটোগ্রাফার ফরহাদ ভাই, নরেশ দা, রিতু এবং বিশেষ করে পরিচালক রাইসুল ইসলাম অনিক ভাই অনেক বেশি সাহায্য করেছেন।’

অভিনেত্রী জান্নাতুল রিতু বলেন, ‘পুরো বিষয়টা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আমি কখনোই অভিনয় করার ব্যাপারে ভাবিনি। কখনো ক্যামেরের সামনে দাঁড়ানো হয়নি। সেই আমি একটা পুরো সিনেমা শেষ করে ফেললাম।’

পরিচালকের প্রশংসা করে রিতু বলেন, ‘আমার চেয়ে পরিচালক রাইসুল ইসলাম অনিক ভাইয়ের জন্য কাজটা অনেক কঠিন ছিল। প্রতিদিন শুটিং শেষ করে আমাকে চার-পাঁচ ঘণ্টা রিহারসেল করাতেন। আমি চির কৃতজ্ঞ অনিক ভাইয়ের প্রতি। দর্শক সিনেমাটি গ্রহণ করলেই আমার কষ্ট স্বার্থক হবে।’

‘ইতি চিত্রা’ পরিবশেনের দায়িত্বে আছে অভি কথা চিত্র। এদিন পরিবেশকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান ও তামিম ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৭   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড
চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে: তারেক রহমান
সোনারগাঁয়ে কাইকারটেক হাটে মামুন মাহমুদের লিফলেট বিতরণ
সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে তাদের ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা : খন্দকার আনোয়ার
আগে ক্যাপাসিটি বিল্ড আপ, তারপর এলডিসি থেকে উত্তরণ : আমীর খসরু
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ