মুক্তিযুদ্ধ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সক্রিয় ছিলেন : প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সক্রিয় ছিলেন : প্রধানমন্ত্রী
রবিবার, ২২ অক্টোবর ২০২৩



মুক্তিযুদ্ধ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সক্রিয় ছিলেন : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ২২ অক্টোবর, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সব সময় সক্রিয় ছিলেন।
তিনি বলেন, এই দুই জন ছিলেন তুখোড় ছাত্রনেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আন্দোলন সংগ্রামে আমাদের সব সময়ের সহযোদ্ধা।
প্রধানমন্ত্রী আজ সংসদে আনীত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জন্মিলে মরিতে হবে তা আমরা জানি তবে এই সংসদের শেষ সময়ে এসে একে একে সংসদ সদস্যরা আমাদের ছেড়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য সত্যিই কষ্টকর।’
তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সদস্য একেএম শাহজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের সদস্য শাহজাহান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য মো. আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই এই সংসদ সদস্যদের অবদান রয়েছে। এটাই হয়তো আমাদের এই আমলের শেষ অধিবেশন। আর সেই অধিবেশনটা শুরু করতেই হলো কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুর সংবাদ দিয়ে। এটা খুবই দুঃখজনক।’
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে আইন প্রণয়ন এবং মানুষের কল্যাণে সংসদ সদস্যদের যে অবদান রয়েছে, এজন্য তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের পরিবারের সদস্য ও আমাদের যারা নেতাকর্মী দীর্ঘদিন এ সংসদ সদস্যদের সাথে কাজ করেছে, তাদের প্রতিও সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৫   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে : ড. আসিফ নজরুল
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শিশুদের স্মৃতি নিয়ে লেখা প্রকাশে তথ্য উপদেষ্টার আহ্বান
পরিবারে পুরুষের সঙ্গে নারী জেলেদেরও কার্ড থাকতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাবদ্ধতার দুর্বিষহ জীবন, দেড়শ বছরের পুরনো জামালপুরে পৌরসভায় সমাধান অধরা
জামালপুরে দালালের খপ্পরে পড়ে ভারতীয় কারাগারে বন্দি ৩ কিশোর
দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে: পুলিশপ্রধান
আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু
একনেকে ৮৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
ইন্দো-মালয়েশিয়ান মডেল চালু হলে বাংলাদেশিরা স্বল্প খরচে হজ করতে পারবেন : ধর্ম উপদেষ্টা
এখন আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ