অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

মালয়ালম সিরিয়াল অভিনেত্রী ডা. প্রিয়া আকর্ষিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১ নভেম্বর) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৩৫ বছর বয়সী ডা. প্রিয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার নবজাতক সন্তান বর্তমানে আইসিইউতে আছে।

ডা. প্রিয়ার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা কিশোর সত্য।

তিনি পোস্টে লেখেন, ‘মালয়ালাম টেলিভিশন জগতে আরও একটি অপ্রত্যাশিত মৃত্যু। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. প্রিয়া। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শিশুটি আইসিইউতে রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘অন্য কোনো স্বাস্থ্য সমস্যা ছিল না প্রিয়ার। বুধবার তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।’

একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়ার মা, ভেঙে পড়েছেন তার স্বামী নান্নাও।

‘কারুথামুথু’ ্সআকরিয়ালে অভিনয় করে খ্যাতি পান ডা. প্রিয়া। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি তিনি চিকিৎসক হিসেবেও কাজ করতেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন তিনি।

জানা গেছে, ডাক্তার প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:০১:১৯   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান
লাইলাতুল ইলেকশনের ডিসিদের প্রত্যেককে অপসারণ করা হয়েছে: জ্বালানি উপদেষ্টা
রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন
এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ