সরিষাবাড়ীতে জেলহত্যা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জেলহত্যা দিবস পালিত
শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে জেলহত্যা দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : “তোমাদের রক্তঋণ আমাদের উত্তরাধিকার, রুখতে হবে ৭৫ এর খুনি চক্রের পেতাত্মা দালাল, বদর রাজাকার” এই শ্লোগানে জামালপুরে সরিষাবাড়ীতে ৩রা নভেম্বর জাতীয় চার নেতা’র প্রতি বিনম্র শ্রদ্ধায় জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার ব্যক্তিগত কার্যালয়ে এ দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত রেখে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আব্দুল লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, আনিছুর রহমান এলিন, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ফজলুল হক, উপজেলা মহিলা লীগের সভাপতি জহুরা লতিফ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল আজিজ ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেএম সোহেল রানা প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও ঘাতক দালাল নির্মূল কমিটি সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতীয় চার নেতার স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন হচ্ছে এই ৩রা নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৪:২৯   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধনবাড়ীতে শিক্ষকের অনৈতিকতার অভিযোগে মানববন্ধন ও বিচার দাবি
পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু
মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার
তরুণদের নিয়ে জলবায়ু অভিযোজনে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু
তদন্তের স্বার্থে ১৫ দিন সব ইউনিটের কার্যক্রম বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ