হরতাল-অবরোধে বাসে লাঠি রাখার পরামর্শ পুলিশের

প্রথম পাতা » ছবি গ্যালারী » হরতাল-অবরোধে বাসে লাঠি রাখার পরামর্শ পুলিশের
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



হরতাল-অবরোধে বাসে লাঠি রাখার পরামর্শ পুলিশের

হারতাল অবরোধ যা-ই হোক বাস চালাতে প্রস্তুত বাস মালিকরা। চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের সহায়তা চেয়েছেন তারা। সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে, যাত্রীদের ছবি তুলে রাখা, অগ্নিনির্বাপক যন্ত্র, প্রতিহত করতে বাসে লাঠি রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।

বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টা অবরোধ চলছে। শেষ দিন সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে ঢিলেঢালাভাবে অবরোধ চলছে। ব্যক্তিগত যান চলাচল কম থাকলেও চলেছে গণপরিবহন। গত কয়েকদিন বাসে আগুন দেয়ার ঘটনায় উদ্বিগ্ন যাত্রী সাধারণ। তবু, জীবন জীবিকার তাগিদে থেমে নেই যাতায়াত।

গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে পান্থপথে নির্বিঘ্নে দূরপাল্লার বাস চলাচলে করণীয় বিষয়ে সমন্বিত সভা করেছে বাস মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনী।

সভায় বাস মালিকরা হরতাল-অবরোধে বাস চলাচল করতে পুলিশের সহায়তা চান। মালিকরা বলেন, তারা বাস চালাতে আগ্রহী। তবে বাসে যাত্রী সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি জানান বাস মালিকরা।

নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বাসের হেল্পার ও ড্রাইভারকে যাত্রীদের ছবি তুলে রাখার পরামর্শ দিয়ে বলেন, নাশকতাকারীদের পুলিশ ছাড় দেবে না।

পাশাপাশি বাসে নিরাপত্তার জন্য দুইটি করে লাঠি রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্পদ ক্ষতিগ্রস্ত করলে, আঘাত হলে পাল্টা আঘাত করতে হবে।

বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কাউন্টারের সামনে রাখা গাড়ি পাহারায় বাস মালিকদের অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে। অস্বাভাবিক কিছু চোখে পড়লে পুলিশকে জানানোর আহ্বান জানান এডিসি শাহেন শাহ।

মামলা, হামলা শূন্যে নামিয়ে আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে পুলিশের কাছে দাবির পাশাপাশি নিজেদের সচেতন হতে হবে।

রমনা জোনের ডিসি (ট্রাফিক) মো. জয়নুল আবেদিন বলেন, সম্পদের ক্ষতি করলে, জীবনের ক্ষতি করলে ধরে প্রতিহত করতে হবে। জনগণের মনে আস্থা অর্জন করতে পারলে যাত্রী আসবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৭   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ