নিকের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কার মা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিকের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কার মা!
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



নিকের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কার মা!

বলিউডের মাঠ ছেড়ে প্রিয়াঙ্কা চোপড়া আবাস গড়েছেন হলিউডের মাঠে। হলিউডের পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর সেটা স্থায়ী হয়েছে। তবে এ বিয়েতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।

২০১৮ সালের ডিসেম্বর মাসে হলিউডের পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। পাঁচ বছরের সংসারে তাদের মালতী মেরি চোপড়া জোনাস নামে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে।

তবে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়েতে বাধা হয়েছিলেন প্রিয়াঙ্কার মা নিজেই। কেন নিককে জামাই হিসেবে প্রথমে মেনে নিতে চাননি মধু চোপড়া?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু জানান, প্রিয়াঙ্কা নিককে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার পরে তিনি নিকের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছিলেন। মধু বলেন, ‘নিককে আমার দেখামাত্রই ভাল লেগেছিল। ও খুব ভাল ছেলে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের বিষয়তো এটি অনেক বড় সিদ্ধান্ত। তাই ভাল ভাবে কথা না বললে বা আলোচনা না করলে বোঝা যায় না সে জীবনসঙ্গী হিসেবে কতটা নির্ভরযোগ্য হবে। আমার মেয়েও সেই ভাবেই নিককে নিজের জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছে।’

মধু আরও বলেন, ‘প্রিয়াঙ্কা নিককে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার পরে আমি নিজে নিকের সঙ্গে বসে অনেক ক্ষণ কথা বলেছিলাম। তখন আমি বুঝতে পারি কেন আমার মেয়ে ওকে জীবনসঙ্গী হিবেবে বেছে নিয়েছে। নিক পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। ওর কাছে পরিবার অগ্রাধিকার পায়। প্রিয়াঙ্কাও ঠিক তেমনই। নিকের মধ্যে ওই বৈশিষ্ট্য দেখেই আমি বুঝেছিলাম যে প্রিয়াঙ্কা ওর সঙ্গে সুখে সংসার করতে পারবে।’

তবে মধুর ভয় ছিল বিয়ের পর মেয়ে তাকে ছেড়ে চলে যাবে, এই ভয়টাই পেয়েছিলেন মধু চোপড়া। তবে খুবই অল্প সময়ের জন্য এই কথা মাথায় এসেছিল তার। নিজেকে তিনি বুঝিয়েছিলেন, মেয়ের সঙ্গে তো যেকোনো সময় তিনি দেখা করতে পারেন। সেই ভয়েই মা মানতে একটু সময় নিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১২   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
ভোলাগঞ্জে পাথর লুট তদন্তে ৩ সদস্যের কমিটি, অনুসন্ধানে দুদক
ফতুল্লায় অভিযান: ১৭ টন পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
‘জুলাই যোদ্ধা’র স্ত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ডিসি
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা
গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ