সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ভোলায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কর্মশালা
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



ভোলায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কর্মশালা

জেলার উপজেলা সদরে আজ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিসেবিলিটি রাইটস এডভোকেসি প্ল্যাটফর্ম (ড্রাপ) সদস্যদের নিয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। সোমবার বেলা ১১ টায় পিসিসি’র আইএলপিডব্লিউডিভিডি প্রকল্পের আওতায় সংস্থার কনফারেন্স রুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাদ করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক রক্ষাণাবেক্ষণের মাধ্যমে তারা সম্পদের পরিণত হতে পারে। এ ক্ষেত্রে পয়োজন সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনা। আমাদের দেশে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩১   ৯০ বার পঠিত