সরিষাবাড়ী পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ভাতা পরিশোধ না করার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ভাতা পরিশোধ না করার অভিযোগ
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



সরিষাবাড়ী পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ভাতা পরিশোধ না করার অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার রাজস্ব তহবিলে অর্থ পরিশোধের ব্যবস্থা থাকা সত্ত্বেও শুধুমাত্র মেয়রের সদিচ্ছার অভাবে পৌরসভার অবসরপ্রাপ্ত ও মৃত্যু জনিত কর্মচারীদের বকেয়া ভাতা পরিশোধ করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

জানা গেছে, এসব ভুক্তভোগী পরিবার অর্থের অভাবে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছেনা এবং পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের অসহায়ত্বের কথা পৌর কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না বলে অভিযোগ জানান তারা।

এদিকে পৌর সূত্রে জানা যায়, ১৯৯০ সনে সরিষাবাড়ী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩৩ বছরের মধ্যে যেসব কর্মচারী কর্মরত অবস্থায় অবসরে যান এবং মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে আব্দুর রশিদ (এমএলএসএস) পদে কর্মরত অবস্থায় ২০১৬ সালে পৌর সভার নিকট ৩ মাসের বেতন বকেয়া রেখে মৃত্যুবরণ করেন এবং ২০১৮ সালে পৌর লাইসেন্স পরির্দশক মারুফ হোসেন ও পৌর পাম্প চালক আব্দুর রশীদ কর্মরত অবস্থায় মৃত্যু বরণ করেন।

এছাড়াও ১৯ মার্চ ২০১৯ সালে পৌর কর নির্ধারক মনিরুজ্জামান তালুকদার অবসরে যান। এরপর
পৌরসভার রোড রোলার চালক লোকমান হোসেন ১৫ জুলাই ২০২১ সালে পৌর সভার নিকট ১৮ মাস বেতন বকেয়া রেখে মৃত্য বরণ করেন। এরপর
পৌর সভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক তোজাম্মেল হোসেন তালুকদার ৩০ জুন ২০২২ সালে অবসর গ্রহণ করেন বলে সূত্র জানান।

এসব অবসরপ্রাপ্ত ও মৃত্যু জনিত কর্মচারীদের বকেয়া পাওনাদি দীর্ঘ সময় অতিবাহিত হলেও অদ্যবধি পরিশোধ করেননি পৌর কর্তৃপক্ষ। তাই ভুক্তভোগীরা দুঃখ করে বলেন, তাদের ভবিষৎকালীন তহবিলের টাকা ও গ্রাচুইটি ও লামগ্রান্টের প্রায় কোটি টাকা পৌর কর্তৃপক্ষের নিকট পড়ে আছে। শুধু মেয়রের সদিচ্ছার অভাবে পরিশোধ করা হচ্ছে না বলে জানান তারা।

অবসর ও মৃত্যুকালীন বকেয়া পাওনাদারদের পৌরসভার রাজস্ব তহবিল হতে নিয়মিত পরিশোধ করার নিয়ম থাকলেও মাসের পর মাস,বছরের পর বছর ঘোরাফিরা করেও তাদের পাওনাদি পরিশোধ করছে না পৌর কর্তৃপক্ষ। আজ তারা বকেয়া পাওনাদি না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন যাপন করছে।

ভুক্তভোগী পরিবারগুলো তাদের বকেয়া পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন এর নিকট মোবাইল ফোন করলে তিনি জানান, পৌর কর্মচারী অবসর ও মৃত্যু বরণ জনিত কোন কর্মচারীর পাওনা রয়েছে কিনা তাহা আমি জানি না। তবে যারা আমার কাছে আসছে তাদের পাওনা পরিশোধের জন্য জন্য চেষ্ট্রা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ যে সরিষাবাড়ী পৌর সভার জন্মলগ্ন থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীর পিএফ, জিএফ এর ফান্ডে কোন ভবিষৎ তহবিলে কোন টাকা জমা নেই বলে নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে পৌর সভার কর্মকর্তা কর্মচারী সাংবাদিকদের জানান। তারা আরো জানান তাদের ভবিষৎ তহবিলে নিয়মিত পিএফ ও জিএফ ফান্ডে অর্থ জমা না করায় অবসর কালীন খালি হাতে ফিরবেন এ আশংকায় চাপা ক্ষোভ নিয়ে দিনাতিপাত করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:০৫   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
মানুষের প্রতি শেখ হাসিনার মত আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম
ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন : প্রণয় ভার্মা
বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ