বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া

বাংলাদেশ সফরের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে শোক জানাতে দেশটির প্রশাসনিক কেন্দ্র আমিরি দেওয়ানের শোকসভায় অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এ সময়ে কুয়েতের নতুন আমিরকে শিগগিরই বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথাও জানান তিনি। এ আমন্ত্রণের জবাবে ইতিবাচক সাড়া দিয়েছেন কুয়েতের আমির।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, আমিরি দেওয়ানের শোক সভায় চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। প্রতিনিধিদের মধ্যে আরও ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত, পশ্চিমা এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় দেশে ফেরেন আব্দুল মোমেন।

কাতারের রাজপরিবার ও দেশটির জনগণের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদন এবং নতুন আমিরকে উষ্ণ অভিনন্দন পৌঁছে দেন আব্দুল মোমেন।

শোকসভায় কুয়েতে বাংলাদেশিদের কল্যাণে ও দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রয়াত আমিরের অবদানের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

শোক সভায় অংশ নেয়ায় আব্দুল মোমেন ও বাংলাদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেছেন কুয়েতের নতুন আমির।

বাংলাদেশ সময়: ১৫:০১:৩৭   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, নির্বিকার প্রশাসন
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৬
ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণের স্থান থেকে শতাধিক বোমা তৈরির উপকরণ উদ্ধার
এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে : উপদেষ্টা ফাওজুল কবির
যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে : প্রেসসচিব
দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মির্জা ফখরুল
চাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্বার
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ