বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া

বাংলাদেশ সফরের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে শোক জানাতে দেশটির প্রশাসনিক কেন্দ্র আমিরি দেওয়ানের শোকসভায় অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এ সময়ে কুয়েতের নতুন আমিরকে শিগগিরই বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথাও জানান তিনি। এ আমন্ত্রণের জবাবে ইতিবাচক সাড়া দিয়েছেন কুয়েতের আমির।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, আমিরি দেওয়ানের শোক সভায় চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। প্রতিনিধিদের মধ্যে আরও ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত, পশ্চিমা এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় দেশে ফেরেন আব্দুল মোমেন।

কাতারের রাজপরিবার ও দেশটির জনগণের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদন এবং নতুন আমিরকে উষ্ণ অভিনন্দন পৌঁছে দেন আব্দুল মোমেন।

শোকসভায় কুয়েতে বাংলাদেশিদের কল্যাণে ও দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রয়াত আমিরের অবদানের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

শোক সভায় অংশ নেয়ায় আব্দুল মোমেন ও বাংলাদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেছেন কুয়েতের নতুন আমির।

বাংলাদেশ সময়: ১৫:০১:৩৭   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ