চাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্বার
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



চাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্বার

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উনিশবিঘা গ্রামে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান করতে পারে। এ আশঙ্কা থেকে বিজিবি মহাপরিচালক চোরাচালান বন্ধে জোর নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গত দুই মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

উদ্ধার আগ্নেয়াস্ত্র আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত ৬ মাসে ৬টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এছাড়াও মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১২   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান
ভেনেজুয়েলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি
আদমজী ইপিজেড গড়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার
আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র মিললো ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে
বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের
রাজনীতিতে প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন খালেদা জিয়া : জয়নুল আবেদীন
সরিষাবাড়ীতে ​গরু চুরির চেষ্টাকালে ২ যুবক আটক, পুলিশে সোপর্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ