রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে: গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে: গাজী
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে: গাজী

নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, রূপগঞ্জের মানুষ ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করবেন। আমি সব সময় রূপগঞ্জের মানুষের কল্যাণে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির চিন্তা করেছি।

রোববার (৩১ ডিসেম্বর) রূপগঞ্জের ভুলতা, গাউসিয়া এলাকায় জনসংযোগ করতে গিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ভোট পাওয়ার ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ ভাগ মানুষ ভোট নৌকায় দেবে বলে প্রত্যাশা করেন। আওয়ামী লীগ এলাকার অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের কারণেই মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে যে উন্নয়ন করেছেন তার ছোঁয়া লেগেছে রূপগঞ্জেও। সেজন্যই রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে।

তিনি আরও বলেন, আমাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যথাযথ ব্যবস্থা নেবে।

এখনও কেউ গ্রেফতার হয়নি এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, হয়তো পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। যখন পাবে তখন গ্রেফতার হবে।

অপপ্রচারের বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, রাজনীতিতে এসব থাকে। এগুলো নিয়ে বসে থাকলে নির্বাচন করা সম্ভব না।

এরপর তিনি ভুলতা, গাউসিয়ার প্রতিটি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন। সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৭   ৭৯ বার পঠিত