একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার জন্যই ডামি নির্বাচন

প্রথম পাতা » ছবি গ্যালারী » একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার জন্যই ডামি নির্বাচন
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার জন্যই ডামি নির্বাচন

জামালপুর প্রতিনিধি : একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার জন্যই আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচনের নামে আওয়ামী লীগ আওয়ামী লীগেরাই প্রার্থী হয়ে নির্বাচন করছে বলে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এ মন্তব্য করেন।

সোমবার(০১ জানুয়ারি) সকালে জাতীয়বাদী ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ শাখা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই সরকার বিএনপি সহ ৬১ দলকে বাদ দিয়ে তারা নিজেরাই নিজেরা নির্বাচন শুরু করেছে। এই দেশের মানুষ এখন আর বোকা নেই। আপনারা দেখেছেন যারা প্রার্থী হয়েছে এই একটা দলের বাইরে কোন প্রার্থী নেই। একদলের মধ্যে তাদের ইন্টার গেম চলছে। এই ইন্টার গেমে আপনারা অংশগ্রহণ করবেন না। সমস্ত ভয়-ভীতিকে উপেক্ষা করে দীর্ঘদিন যাবত আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দদের নির্দেশে আমাদের যে কর্মসূচি চলছে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনারা শুধু বাড়ী বাড়ী গিয়ে এই প্রহসন নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকতে ভোটারদের উদ্বুদ্ধ করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পূর্বে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি মহিলা কলেজ হতে আরামনগর বাজার, জিকে প্লাজা, ট্রাক সমিতি মোড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ ও সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৪   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করা নিয়ে মতামত দিলেন জামায়াত আমির
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?
রাজশাহীতে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাই-ডাকাতি, জনমনে আতঙ্ক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ