ইসির প্রতি তৈমুরের দাবি ‘টাকা বিলি বন্ধ করে প্রার্থীতা বাতিল করুন’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসির প্রতি তৈমুরের দাবি ‘টাকা বিলি বন্ধ করে প্রার্থীতা বাতিল করুন’
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



ইসির প্রতি তৈমুরের দাবি ‘টাকা বিলি বন্ধ করে প্রার্থীতা বাতিল করুন’

ভূমি দস্যুরা টাকার বস্তা নিয়ে নেমেছেন। তাদের প্রার্থীদের জিতানোর জন্য ভোট কিনছেন। আমার দাবি তাদেরকে প্রতিহত করা হোক। ইস্ট ইন্ডিয়া কোম্পানী যে আমলাতন্ত্র কায়েম করেছিল, বাংলাদেশে এখন সেই প্রথাই চলছে। খবরের কাগজে টাকা বিতরণের ঘটনা আসছে। তাদের প্রার্থীতা তো এখনও বাতিল হয় নাই। নির্বাচন কমিশন এ ব্যাপারে কিছুই করতে পারছে না। রূপগঞ্জে অর্থের ছড়াছড়ি খুবই ন্যাক্কারজনক। নির্বাচন কমিশনকে আমি বলবো, এই অর্থ বিলি বন্ধ হয় এবং তাদের প্রার্থীতা বাতিল হয় সেই ব্যবস্থা করবেন।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের রূপসী এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব এড. তৈমুর আলম খন্দকার।

সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপি নির্বাচনে আসে না, নির্বাচন ঠেকাতেও পারে না। সরকার গঠন করা ঠেকানো যায় না। নতুন সরকার গঠন হয়, সেই সরকারের সাথেই বিদেশীরা চুক্তি করে। সেই সরকার আনুযায়ী যে আইন নির্ধারণ করা হয় তাই কায়েম করা হয়। ‘১৮ সালে নির্বাচন করবে না বলে তারা গেল, ৬-৭ টা সিট পেল। এর পর বললো, যে সংসদে যাবে তাকে বহিস্কার করা হবে। ঠাকুরগাঁও এর এক এমপি গেলেন, তাকে বহিস্কার করলো। পরের দিন অন্য সব এমপি গিয়ে সংসদে উঠলো। মানুষের রাজনীতিতে কথা ও কাজে সমন্বয় থাকতে হয়। নির্বাচন এ অংশ নিলে একটা দল দাঁড় করানো যায়। দল কোন প্রকার নির্বাচনে আসে না, দল রাজনীতি করতে চায়। তবে নেতাকর্মীদের প্রটেকশন কোথায়। আমি খালেদা জিয়ার মুক্তি চাচ্ছি, বিএনপি নেতারা গণহারে সে সাজার শিকার হচ্ছেন তার প্রতিবাদ করছি। আমি নির্বাচন করছি বলেই এগুলো করতে পারছি। নির্বাচনে না আসলে সরকারকে ব্ল্যাংক চেক দেওয়া হয়। আমি রাজনীতি করতে গিয়ে কষ্ট করবো, জেলা খাটবো, গুলি খাবো, আমি কেন সরকারকে ব্ল্যাংক চেক দেব। আমি নির্বাচনের শেষ দেখবো। সব কিছুর রেকর্ড আছে আমাদের কাছে। আমরা বিশ্ববাসীকে তা দেখাবো।

নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে ইঙ্গিত করে তৈমুর আলম বলেন, উনি বিভিন্ন অহেতুক অভিযোগ তুলেন। আমি যে অভিযোগ তুলি তার এভিডেন্স আছে। নির্বাচন কমিশন যদি রূপগঞ্জে টাকার প্রভাব বন্ধ করতে না পারে, জনগণের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সারা বাংলাদেশের জরিপে দেখা যায়, রূপগঞ্জের নির্বাচন কারও মনে ঝুকিপূর্ণ, কারও মনে প্রচারমুখি, কারও মনে এটা একটা জমজমাট নির্বাচন হচ্ছে। কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে বলতে চাই, এই রূপগঞ্জে শকুনের থাবা পড়েছে। ভূমি দস্যুদের শকুনি থাবা নির্বাচনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে টাকা বিলি হচ্ছে। সরকারী দলের সরকারের অনুগত ৫ জন প্রার্থী আছে। এই ৫ জনের মধ্যে নৌকা ও নৌকার ছেলে সহ ৪ জন রয়েছে। এছাড়া নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৭   ৩৭৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দোষীদের গ্রেফতার দাবি আমিনুলের
‘নির্ধারিত সময়ে আপিল না করলে হাসিনা গ্রেফতার হলেই মৃত্যুদণ্ড কার্যকর’
জ্বালানি ও বিদ্যুৎ খাতের ন্যায্য রূপান্তরে ১২ দফা নাগরিক ইশতেহার
যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের
প্রাথমিক শিক্ষকদের গ্রেডেশনের বিষয় সক্রিয় বিবেচনা করছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান
অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে : এমরান সালেহ প্রিন্স
মাসুদুজ্জামানের পক্ষে ১৭নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ
যাচাই-বাছাই করে দল মনোনয়ন দিয়েছে, ষড়যন্ত্র করে লাভ হবে না : মান্নান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ