ভর্তুকি কমানোর প্রতিবাদে বার্লিনের রাস্তায় কৃষকদের আন্দোলন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভর্তুকি কমানোর প্রতিবাদে বার্লিনের রাস্তায় কৃষকদের আন্দোলন
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



ভর্তুকি কমানোর প্রতিবাদে বার্লিনের রাস্তায় কৃষকদের আন্দোলন

সরকার কৃষিতে ভর্তুকি কমিয়ে দিচ্ছে এই অভিযোগ এনে জার্মানিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন কৃষকেরা। রোববার দেশটির বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা এসে পৌঁছেছেন রাজধানী বার্লিনে।

সরকার কৃষিখাতে ভর্তুকি কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমেছেন তারা। জার্মান সরকার অবশ্য জানিয়েছে, কৃষিতে প্রভূত পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। এই আন্দোলনের পেছনে আছে অতি ডানপন্থি রাজনীতি।

চ্যান্সেলর ওলফ শলৎসের নেতৃত্বে জার্মানিতে এখন জোট সরকার চলছে। সম্প্রতি এই সরকার সিদ্ধান্ত নিয়েছে, কৃষিখাতে বেশ কিছু ভর্তুকি কমানো হবে। কারণ, জার্মানিতে কৃষিক্ষেত্রে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয় বলে সরকারের দাবি।

এরই প্রতিবাদে রাস্তায় নামার হুমকি দেয় কৃষকেরা। তার জেরে কয়েকটি প্রস্তাব ফিরিয়ে নেয় সরকার। কিন্তু তাতেও খুশি হননি কৃষকেরা। বার্লিনে গিয়ে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে থেকে বিক্ষোভ শুরু করার পরিকল্পনা করেন তারা। সেই মতোই রোববার বিকেলে বার্লিনে পৌঁছান কৃষকেরা।

শুক্রবারেই জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, এই আন্দোলনের পেছনে অতি ডানপন্থিদের হাত আছে। জার্মান অর্থমন্ত্রী কৃষকদের ফিরে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু কৃষকেরা তাতে রাজি হননি।

এদিকে সাবেক শাসক দল সিডিইউ, সিএসইউ, অতি ডানপন্থি এএফডি এবং আরেকটি দক্ষিণপন্থি দল ফ্রি ভোটারস এই আন্দোলনকে সমর্থন করেছে।

কৃষক আন্দোলনের জেরে বার্লিনের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে সোমবার সপ্তাহের প্রথম দিন যানজটের আশঙ্কা আছে বলে মনে করা হচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আগাম সতর্কতা জারি করা হয়েছে।

হামবুর্গেও যানজটের আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রশাসন। কারণ সেখানেও কৃষকেরা শহরে এসে প্রতিবাদ দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫২   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদিতে বাস-ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত
৩২ দল পেল বিশ্বকাপের টিকিট, অপেক্ষা আরও ১৬ দলের
যুক্তরাষ্ট্র এখনও নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়: মিশেল ওবামা
সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ
জম্মু–কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ, বিশ্বজুড়ে নিন্দা
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ