পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা সফরের দ্বিতীয় দিন আজ সকালে এখানের আরিফপুর কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে তাঁর বাবা-মা ও শ্বশুর-শ্বাশুড়ির কবর জিয়ারত করেন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, ভাই শামীম আকতার টুনু, আবু সাইদ, পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি গতকাল। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয়বারের মতো সফর। সোমবার (১৫ জানুয়ারি) তাঁর আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়। মঙ্গলবার তিনি রাতে ছোট বেলা থেকে বন্ধুদের সঙ্গে বেড়ে উঠা নিজের প্রিয় শহরে হেঁটে হেঁটে স্মৃতি বিজড়িত আড্ডা’র জায়গাগুলো ঘুরে দেখলেন।
রাষ্ট্রপ্রধান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। নিজের বন্ধু ও এক সময়ের সহকর্মীদের সঙ্গে আড্ডাও দেন। গতকাল রাতে পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আনন্দ আড্ডায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন আহমেদ, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি লায়ন বেবী ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০০   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্তমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমে আসবে : ধর্মমন্ত্রী
ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
ভূমি সেক্টরে রাজস্ব আদায় বৃদ্ধি করার ক্ষেত্র চিহ্নিত করুন - ভূমিমন্ত্রী
সাতক্ষীরায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি
মোনাকোর পরাজয়ে পিএসজির লিগ শিরোপা নিশ্চিত
প্রিমিয়ার লিগ: ফরেস্টকে পরাজিত করে শিরোপা আশা টিকিয়ে রেখেছে সিটি
চীন থেকে অফার মূল্যে আরও কৃষি যন্ত্রপাতি আনবে বাংলাদেশ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য একুশে পদক প্রাপ্ত প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে স্পীকারের শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ