ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪



ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম।
মন্ত্রী আজ শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকার নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক ধ্যান-ধারণা ও তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সরকার আন্তরিক। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম। এ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। শিক্ষার প্রসারে প্রতিটা স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে। শেখ হাসিনার সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।
এসময় তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর মেরুদ- তৈরি করেন শিক্ষকরা। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিক্ষকদের সম্মান করেছেন। এরপর সম্মান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেতন-ভাতাসহ বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছেন শিক্ষকদের। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দেশ ও উন্নয় বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৪:২১   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা
চমক নিয়ে আসছে ‘মির্জাপুর ৪’
‘মুক্তিযোদ্ধা কোটা সুবিধা কারা পাবে জানতে রিভিউ করা হবে’
পুলিশ হত্যার মাস্টারমাইন্ড ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬
নারায়ণগঞ্জে নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল গাজীপুর থেকে গ্রেপ্তার
সরকারকে আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান
৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য
মা হারালেন ফারহা খান-সাজিদ খান
অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ