শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে: নিক্সন চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে: নিক্সন চৌধুরী
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ভাল লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য খেলাধুলার আবশ্যকতা খুবই জরুরি। বিদ্যালয়ে পাঠদানের ফাঁকে শিক্ষার্থীরা যেন তাদের সুন্দর মন গঠন করতে পারে সেজন্য প্রতিটি স্কুলেই খেলার মাঠ সচল রাখা জরুরি। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ভাল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩ নং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। একটি জাতি তখনই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সক্ষম হয় যখন সেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, সদরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম মৃধা, ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৪   ৪৬ বার পঠিত