নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার (১ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযানে একটি প্রাইভেটকার জব্দসহ সুমন মিয়া ওরফে অনিককে (২৭) আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।
অনিক রূপগঞ্জের গোলাকান্দাইলের মকবুল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৬ ১৫৯ বার পঠিত