সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি

গানের জগতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। তিনি তার গানের জাদুতে একটি সিনেমাকে অনবদ্য করে তোলেন। এবার তারই নাতনি সিনেমায় পা রাখলেন।

আশা ভোঁসলের নাতনির নাম জানাই ভোঁসলে ডেবিউ। তিনি কাজ করেছেন সন্দীপ সিংহ পরিচালিত ‌‘দ্য প্রাইড অব ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমায়।

নাতনির এই সুখবরের কথা আশা ভোঁসলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এক্স হ্যান্ডলে প্রখ্যাত সংগীতশিল্পী লিখেছেন, ‘আমার নাতনি জানাই ভোঁসলেকে আসন্ন গ্র্যান্ড এপিক ‘দ্য প্রাইড অব ভারত ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমার হাত ধরে সিনেমায় পা রাখতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি সিনেমার ইতিহাসে ও নিজের প্রত্যাশিত স্থান তৈরি করতে সক্ষম হবে এবং ওকে ও সন্দীপ সিংহকে শুভেচ্ছা জানাই।’

পরিচালক বলেন, ‘ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর এবং প্রয়াত লতা মঙ্গেশকরজী তার পরিজন এবং আশা ভোঁসলেজির নাতনি হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত উজ্জ্বল এবং দক্ষ পরিবারের অংশ জানাই।

তিনি আরও বলেন, তার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং সম্পূর্ণভাবে সৌভাগ্যবান বোধ করছি।

পরিচালক আরও বলেন, ‘স্ত্রী হিসেবে, রানি সাই বাই, ছত্রপতি শিবাজি মহারাজের একজন দক্ষ শাসক ও মানুষ হিসেবে উন্নত হয়ে ওঠার ক্ষেত্রে বিপুল অবদান রয়েছে।’

এদিকে বিপুল পরিসরে তৈরি হচ্ছে ‘দ্য প্রাইড অফ ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ’ যা ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জানাই আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলের মেয়ে। তিনি একজন ভালো গায়িকাও বটে। তিনি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাজিনও। জানাই মুম্বাইয়ের হিল রোড এলাকায় অবস্থিত একটি অ্যাপল স্টোরের মালিক। ২১ বছর বয়সে তিনি এই বিশাল দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১০:৩৪:০৯   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ