সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি

গানের জগতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। তিনি তার গানের জাদুতে একটি সিনেমাকে অনবদ্য করে তোলেন। এবার তারই নাতনি সিনেমায় পা রাখলেন।

আশা ভোঁসলের নাতনির নাম জানাই ভোঁসলে ডেবিউ। তিনি কাজ করেছেন সন্দীপ সিংহ পরিচালিত ‌‘দ্য প্রাইড অব ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমায়।

নাতনির এই সুখবরের কথা আশা ভোঁসলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এক্স হ্যান্ডলে প্রখ্যাত সংগীতশিল্পী লিখেছেন, ‘আমার নাতনি জানাই ভোঁসলেকে আসন্ন গ্র্যান্ড এপিক ‘দ্য প্রাইড অব ভারত ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমার হাত ধরে সিনেমায় পা রাখতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি সিনেমার ইতিহাসে ও নিজের প্রত্যাশিত স্থান তৈরি করতে সক্ষম হবে এবং ওকে ও সন্দীপ সিংহকে শুভেচ্ছা জানাই।’

পরিচালক বলেন, ‘ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর এবং প্রয়াত লতা মঙ্গেশকরজী তার পরিজন এবং আশা ভোঁসলেজির নাতনি হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত উজ্জ্বল এবং দক্ষ পরিবারের অংশ জানাই।

তিনি আরও বলেন, তার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং সম্পূর্ণভাবে সৌভাগ্যবান বোধ করছি।

পরিচালক আরও বলেন, ‘স্ত্রী হিসেবে, রানি সাই বাই, ছত্রপতি শিবাজি মহারাজের একজন দক্ষ শাসক ও মানুষ হিসেবে উন্নত হয়ে ওঠার ক্ষেত্রে বিপুল অবদান রয়েছে।’

এদিকে বিপুল পরিসরে তৈরি হচ্ছে ‘দ্য প্রাইড অফ ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ’ যা ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জানাই আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলের মেয়ে। তিনি একজন ভালো গায়িকাও বটে। তিনি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাজিনও। জানাই মুম্বাইয়ের হিল রোড এলাকায় অবস্থিত একটি অ্যাপল স্টোরের মালিক। ২১ বছর বয়সে তিনি এই বিশাল দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১০:৩৪:০৯   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথম স্ত্রী রিনার চড় খেয়েছিলেন আমির! কপিল শর্মার শোতে তথ্য ফাঁস
জয়পুরহাটে ভুট্টা চাষে এবারও বাম্পার ফলনের আশা
কালীগঞ্জে মালচিং পদ্ধতিতে আগাম ও উচ্চ ফলনশীল জাতের টমেটো ফলন
কারিগরির সনদ বাণিজ্য: নিজ সংস্থার দুই কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখছে দুদক
রুশ হামলা আমাদের পেছনে ঠেলে দিচ্ছে : ইউক্রেনের সেনাপ্রধান
ভয়াল ২৯ এপ্রিল আজ
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর ‘অপ্রত্যাশিত’ পদত্যাগ
রাত ১১টার পর চা-সিগারেটের দোকান বন্ধের নির্দেশ
যুক্তরাষ্ট্রের ৩২৯ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল হুতিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ