মালয়েশিয়ায় গভীর ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিক আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় গভীর ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিক আহত
সোমবার, ১৮ মার্চ ২০২৪



মালয়েশিয়ায় গভীর ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিক আহত

মালয়েশিয়ায় কেদাহ রাজ্যের কুলিমের হাইটেক শিল্প এলাকার একটি কারখানার সাড়ে তিন মিটার গভীর ট্যাংকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাংলাদেশি ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান কুলিম হাইটেক ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) সিনিয়র সহকারি ফায়ার সুপারিনটেনডেন্ট আজমির হাসান।

তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে জরুরি একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা ২৫ বছর বয়সী ওই বাংলাদেশি শ্রমিককে সাড়ে তিন মিটার গভীর একটি ট্যাংকে পড়ে থাকতে দেখেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে নয়জন উদ্ধারকর্মী দড়ি ও স্ট্রেচার ব্যবহার করে ওই বাংলাদেশীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় কুলিম হাসপাতালে প্রেরণ করা হয়।

বাংলাদেশি শ্রমিকের পা ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

এছাড়া ওই কারখানার অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে কর্তৃপক্ষকে। কর্মীদের বিপজ্জনক পরিবেশে কাজে নামতে বাধ্য করা হয়েছে কিনা সেটি জানতে তদন্তের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৭:৫৩   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন-পাকিস্তান, যুক্ত আছে বাংলাদেশও
গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল
শুকিয়ে যাচ্ছে কাস্পিয়ান সাগর, দেখা যায় খালি চোখেই!
ইরান যুদ্ধের পর জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরাইলকে সমর্থন
চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কিনছে ইরান: রিপোর্ট
ইসরাইলে নেতানিয়াহুর সঙ্গে যা করা হচ্ছে, তা ভয়াবহ: ট্রাম্প
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
গাজায় আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী
নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ