কোরিয়ান জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি’র মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরিয়ান জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি’র মৃত্যু
সোমবার, ১৮ মার্চ ২০২৪



কোরিয়ান জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি’র মৃত্যু

মাত্র ২৪ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠ অভিনেতা ও গায়ক লি উ রি। এত অল্প বয়সে তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে এই কণ্ঠ অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

দক্ষিণ কোরিয়ান একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১৫ মার্চ মারা যান লি উ রি।
সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তাঁর বন্ধু লি ডাল লা। তিনি লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমাদের বন্ধু লি উ রি আমাদের মধ্যে আর নেই। পরিবারের ইচ্ছানুযায়ী এই দুঃখজনক খবরটি তাঁর ভক্তদের জানানো হচ্ছে। যারা লি উ রিকে ভালোবাসতেন এবং তাঁর কাজকে ভালোবাসেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে উ রি’র জন্য প্রার্থনা করতে।
তিনি যেন চির শান্তিতে বিশ্রাম নেন।

ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, গায়কের শেষকৃত্য ব্যক্তিগত রাখা হবে। শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যরা এবং খুব কাছের ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন।

কোরিয়ান গায়ক লি উ রি ছিলেন একজন উদীয়মান গায়ক।
লি উ রি তাঁর গান-অভিনয় শুরু করেছিলেন ২০২১ সালে। মাত্র ২১ বছর বয়সে টুনিভার্স-এর মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। সিজে ইএনএম-এর সর্বকনিষ্ঠ পুরুষ কণ্ঠ হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। লু উ রি অ্যানিমেটেড সিরিজেও কণ্ঠ দিয়েছেন। ‘কেস ক্লোজড’ (গ্রেট ডিটেকটিভ কোনান), ‘ক্রেয়ন শিন চ্যান’, ‘দ্য হন্টেড হাউজ’, ‘গেনশিন ইমপ্যাক্ট’ এবং ‘কুকি রান: কিংডম’-এর মতো জনপ্রিয় সিরিজ ও অ্যানিমেটেড ভিডিওতে তাঁর কণ্ঠ শোনা গেছে।

বাংলাদেশ সময়: ১২:১৪:৫৪   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে সৌদি
সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় - ধর্ম উপদেষ্টা
কপ সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি - মৎস্য উপদেষ্টা
আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি
হাদি হত্যা: খুনিদের বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ
জামায়াত আমিরের পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমা
নির্বাচনে ৩৫ হাজার বিজিবি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশাল জয়ে দুর্দান্ত শুরু রংপুর রাইডার্সের
১ জানুয়ারি শুরু বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ