কোরিয়ান জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি’র মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরিয়ান জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি’র মৃত্যু
সোমবার, ১৮ মার্চ ২০২৪



কোরিয়ান জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি’র মৃত্যু

মাত্র ২৪ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠ অভিনেতা ও গায়ক লি উ রি। এত অল্প বয়সে তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে এই কণ্ঠ অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

দক্ষিণ কোরিয়ান একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১৫ মার্চ মারা যান লি উ রি।
সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তাঁর বন্ধু লি ডাল লা। তিনি লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমাদের বন্ধু লি উ রি আমাদের মধ্যে আর নেই। পরিবারের ইচ্ছানুযায়ী এই দুঃখজনক খবরটি তাঁর ভক্তদের জানানো হচ্ছে। যারা লি উ রিকে ভালোবাসতেন এবং তাঁর কাজকে ভালোবাসেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে উ রি’র জন্য প্রার্থনা করতে।
তিনি যেন চির শান্তিতে বিশ্রাম নেন।

ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, গায়কের শেষকৃত্য ব্যক্তিগত রাখা হবে। শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যরা এবং খুব কাছের ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন।

কোরিয়ান গায়ক লি উ রি ছিলেন একজন উদীয়মান গায়ক।
লি উ রি তাঁর গান-অভিনয় শুরু করেছিলেন ২০২১ সালে। মাত্র ২১ বছর বয়সে টুনিভার্স-এর মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। সিজে ইএনএম-এর সর্বকনিষ্ঠ পুরুষ কণ্ঠ হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। লু উ রি অ্যানিমেটেড সিরিজেও কণ্ঠ দিয়েছেন। ‘কেস ক্লোজড’ (গ্রেট ডিটেকটিভ কোনান), ‘ক্রেয়ন শিন চ্যান’, ‘দ্য হন্টেড হাউজ’, ‘গেনশিন ইমপ্যাক্ট’ এবং ‘কুকি রান: কিংডম’-এর মতো জনপ্রিয় সিরিজ ও অ্যানিমেটেড ভিডিওতে তাঁর কণ্ঠ শোনা গেছে।

বাংলাদেশ সময়: ১২:১৪:৫৪   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধনবাড়ীতে শিক্ষকের অনৈতিকতার অভিযোগে মানববন্ধন ও বিচার দাবি
পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু
মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার
তরুণদের নিয়ে জলবায়ু অভিযোজনে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু
তদন্তের স্বার্থে ১৫ দিন সব ইউনিটের কার্যক্রম বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ