খুব শিগগিরই ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় সংগীত শিল্পী সোনু নিগম। বিদেশের মাটিতে ব্যাক টু ব্যাক টানা পারফর্ম করার কথা রয়েছে তার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১০ জুন সংগীত জগতে ব্যাক টু ব্যাক টানা দুটি শো করে ইতিহাস গড়তে চলেছেন তিনি।
জানা গেছে, সোনু অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি অপেরা হাউসে একটি নয় দুটি শোয়ে গান পরিবেশন করবেন। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সোনুই প্রথম কোনো সঙ্গীতশিল্পী, যিনি একসঙ্গে ব্যাক টু ব্যাক দুটো শো করতে চলেছেন।
ব্যাক-টু-ব্যাক শোয়ে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে সোনু সংবাদমাধ্যমে বলেন, ইদানিং আমি লক্ষ্য করেছি, একটি শো শেষ করে আমি অন্য একটি শোতে যেতে পারি। তাই একই দিনে দ্বিতীয় শোয়ে অংশ নেয়াতে সম্মতি দিয়েছি। নিয়মিত ৮ ঘণ্টা রেওয়াজ করার অভ্যাস থাকায় টানা গান গাওয়াতেও অসুবিধা হবে না আশা করি।
সোনু আরও বলেন, ভেন্যু নিয়ে কিছু গবেষণা করতে গিয়ে দেখি, আমি আর সিডনি অপেরা হাউস গতবছরই ৫০ পেরিয়েছি। ৫০ তম বছরে সিডনি অপেরার সঙ্গে দেখা হওয়ার আনন্দ শোয়ে উদযাপন করব। দুটি কনসার্টের সব টিকিটই এক মাস আগে বিক্রি হয়েছে। সব মিলিয়ে এটা আসলে ঈশ্বরের আর্শীবাদ। এখন মঞ্চে সুন্দরভাবে গাওয়ার পালা।
বাংলাদেশ সময়: ১২:৩৩:১৬ ১৪৩ বার পঠিত