সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ২৬ মে ২০২৪



সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এবারের এসএসসি পরীক্ষায় বিভিন্ন স্কুলের জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৬ মে) সকালে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের চর গাছ বয়ড়া এলাকায় এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের উদ্যোগে অত্র কলেজ মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে এম এ মেমোরিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল আব্দুর রশিদ এমপি।

অনুষ্ঠানে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ এর অধ্যক্ষ শিক্ষাবিদ স্টিফেন্স লিউক মালাকার এর পরিচালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল আব্দুর রশিদ এমপি, মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুব মমতাজ, পৌর মেয়র মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব,এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ দাতা সদস্য প্রকৌশলী জোবাইদুল ইসলাম প্রুমখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল আব্দুর রশিদ এমপি বলেন, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ চরাঞ্চলে প্রতিষ্ঠিত হলেও একদিন দেশের প্রথম সারির কলেজগুলোর মত স্থান অর্জন করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াত শিখায়। আগামী দিনে তোমরাই দেশ পরিচালনা করবে। তোমাদের দেশ প্রেমী হতে হবে।

অনুষ্ঠানের শেষান্তে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া ২০০ শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৮   ৫৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ
পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু
নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: উপদেষ্টা আসিফ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার
পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ