চমকের বিয়ের দেনমোহর নিয়ে আলভীর খোঁচা, যা বললেন অভিনেত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চমকের বিয়ের দেনমোহর নিয়ে আলভীর খোঁচা, যা বললেন অভিনেত্রী
শুক্রবার, ২৮ জুন ২০২৪



চমকের বিয়ের দেনমোহর নিয়ে আলভীর খোঁচা, যা বললেন অভিনেত্রী

মাত্র ৯ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেছেন ছোটপর্দার উঠতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তা নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা। এবার তাতে যোগ দিলেন ছোটপর্দার আরেক তারকা যাহের আলভী। তিনি ব্যাপারটা নিয়ে রীতিমতো চমককে খোঁচা দিলেন।

শুক্রবার দুপুরে ফেসবুকে আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন আলভী। যদিও সেখানে তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে, চমককে ইঙ্গিত করেই আলভীর এমন পোস্ট। নেটিজেনরাও তাই বলছেন।

পোস্টে যাহের আলভী লিখেছেন, ‘নিউজফিডে কিছু বুলশিট চলে আসে, তারপর এগুলো দীর্ঘদিন ঘোরাঘুরি করে। আবার পরিচিত মুখগুলোই সেগুলোকে প্রমোট করে। এই যেমন কয়েকদিন ধরে দেখছি, যৎসামান্য টাকার কাবিনে বিয়ে করে ভালবাসার গুষ্টি উদ্ধার করার মত যত্তসব ফালতু পোস্ট।’

‘পরে ভাবলাম, আমরা আর কি অভিনেতা। অভিনেতা তো তারাই, যারা ১২০ ঘাটের পানি খেয়ে, রাজ্যের গোল্ড ডিগিং করে, অর্থকড়ি সমেত নিজের আখের গুছিয়ে, কোনো এক মুরগিসমেত পাত্রের সাথে বিবাহ সম্পন্ন করে বড় বড় বুলি আওড়ায়।’

‘ভালোবাসাই সব, টাকা কিছুই নাহ। আর সত্যিকারের ভালোবাসা থাকলে কাবিনের অ্যামাউন্ট ম্যাটারই করে নাহ।’ বাবারে, আখের গোছানো শেষ হইলে কাবিনের টাকা দিয়ে কী হবে। টাকা হয়ে গেলে সবাই দার্শনিক। যত্তসব মুখোশধারী/নেমপ্লেটধারী।’

‘বলে রাখা উচিত, আমার দেখা যৎসামান্য কাবিনের বিয়েগুলোর একটাকেও আমি টিকতে দেখিনি। বরং একটি মিনিমাম কাবিনের বিয়ে বছরের পর বছর টিকতে দেখেছি। ১ পয়সা কাবিনে বিয়ে করেন, সাধুবাদ জানাই, সেটা নিজেদের মধ্যে রাখেন, ঢোল পিটিয়ে এত ফলাও করে বলার কী আছে? সবাই সবাইকে চিনি, জানি।’

পোস্টের এক উত্তরে যাহের আলভী জানিয়েছেন কাউকেই খোঁচা দেননি তিনি। এটা তার জীবন দর্শন। তবে এই অভিনেতার পোস্টই বলে দিচ্ছে তিনি চমকের উদ্দেশ্য এমন স্ট্যাটাস দিয়েছেন। যা স্পষ্ট রয়েছে। কারণ, সম্প্রতি নামে মাত্র দেনমোহরে বিয়ে করেছেন চমকই।

এ নিয়ে চমকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যাহের আলভীকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা চিনি না। এখনো আমাদের একসঙ্গে কাজ হয়নি। আমাকে নিয়ে হাজার মানুষ হাজার কথা বলতে পারে। এ নিয়ে কিছু বলতে চাই না।’

খবর রয়েছে, আলভীর বিপরীতে নাকি আপনার কাছে কাজের প্রস্তাব গিয়েছিল। আপনি তার বিপরীতে আগ্রহ দেখাননি। যার কারণে সে এমন স্ট্যাটাস দিয়েছেন। কী বলবেন? উত্তরে চমক বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

জানা গেছে, একই ওয়েব সিরিজে আলভী-চমক কাজ করলেও এখনো তাদের নাটকে জুটি হিসেবে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:১৬:০২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ডিএমপির দুঃখ প্রকাশ
বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে : সালাহউদ্দিন
রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ