শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে একটি চলমান মামলার কারণে সারাদেশে প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি। এই স্তরে শিক্ষার মান নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও মানবিক হয়ে গড়ে উঠবে। সরকার এ বিষয়ে আন্তরিক এবং প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণে বদ্ধপরিকর।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম এবং সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবুল খায়ের।

মতবিনিময় সভার মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। তারা বিদ্যালয়ের শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, প্রশিক্ষণ কার্যক্রম জোরদারসহ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নানা প্রস্তাব তুলে ধরেন।

সভা শেষে শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
হাদির হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি চান আলোচিত বই বিক্রেতা টিপু সুলতান
সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
মিরপুরে সেনা অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
লাল-সবুজ কফিনে দেশে ফিরছেন হাদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ