বিএনপির নতুন কর্মসূচির নাম ‘মেড ইন লন্ডন’: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির নতুন কর্মসূচির নাম ‘মেড ইন লন্ডন’: কাদের
শনিবার, ২৯ জুন ২০২৪



বিএনপির নতুন কর্মসূচির নাম ‘মেড ইন লন্ডন’: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের আন্দোলনে জোর নেই যতটা জোর মুখের বিষে। বিএনপির আন্দোলন দুই কুলের গাং। আওয়ামী লীগ এতে মোটেও বিচলিত নয়। বিএনপির নতুন কর্মসূচির নাম ‘মেড ইন লন্ডন’।

শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আন্দোলনে জোর নেই যতটা জোর মুখের বিষে। তাদের মুখের বিষ অনেক উগ্র। তাদের আন্দোলন দুই কুলের গাং। এতে আওয়ামী লীগ সরকার মোটেও বিচলিত নয়। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে পুরাতন উইকেট বাদ নতুন উইকেট আসে। তারেকের ফরমানে পুরাতন যায় নতুন আসে। বিএনপির নতুন কর্মসূচির নাম মেইড ইন লন্ডন। নতুন নেতৃত্ব দেয়, তা হচ্ছে মেইড ইন লন্ডন।

তিনি বলেন, ‘আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের (অওয়ামী লীগের) শিকড়। আমাদের জন্ম জনগণ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষরাতের আঁধারে ক্ষমতা দখলকারী দল নই। আমরা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমরা সেই আওয়ামী লীগ।’

সাংবাদিকদের উদ্দেশে কাদের বলেন, ‘আমরা বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম করব। তবে সাংবাদিকরা লিখেছে আমরা নাকি এটি পাল্টাপাল্টি প্রোগ্রাম করেছি। আমরা তো কোনো পাল্টাপাল্টি সমাবেশ করিনি। গতকাল আমরা সাইকেল র‌্যালি করেছি, বিএনপি কি কিছু করেছে!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদ, খেলা কিন্তু হবে। ছেড়ে দেয়া হবে না। দাসত্ব-ইজারা কাকে বলে ভুলে গিয়েছেন? নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরদিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ, সেই অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের তোড়া আর মিষ্টি নিয়ে গিয়ে পাত্তা পান নাই। যত দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের। আমরা বন্ধু আছি বন্ধু থাকব। বিদেশে আমাদের সবাই বন্ধু। আমাদের কোনো প্রভু নেই। আপনাদের প্রভু আছে।’

তিনি বলেন, ‘বাইডেনের বন্ধু সাজিয়ে সংবাদ সম্মেলন করে। ভুয়া। বাইডেনের বন্ধু পালিয়ে যেতে নিলে পুলিশ ধরল, একটা দুইটা ডান্ডা যখন পুলিশ দিল তখন বাইডেনের বন্ধু বরিশালের ভাষায় কথা শুরু করে দেয়। ফখরুল সবাই সবার মুক্তি চায়, বাইডেনের বন্ধুর মুক্তি কেন চায় না?’

কাদের বলেন, ‘সারা দেশে সবার উদ্দেশে বলছি, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। দুর্নীতির বিরুদ্ধে মুখে না বললেও দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই, তাদের বিরুদ্ধে কতটা কঠোর হওয়া যায়, তা শেখের বেটি দেখিয়ে দেবে।’

দুর্নীতিবাজরা আছে, আশপাশেই আছে। বিএনপি মানেই দুর্নীতিবাজ দল। তারেক দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, লজ্জা করে না? হাজার হাজার টাকা পাচার করে লন্ডনে বসে আরাম-আয়েশে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের বিচার করা হবে, দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে, যোগ করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, অর্থ পাচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে।

বাংলাদেশ সময়: ১৯:০০:২১   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘আমজনতার দল’কে অবশ্যই নিবন্ধন দিতে হবে : রাশেদ খান
কঠোর নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, যা জানালেন প্রেস সচিব
৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির
পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা আদিলুর
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ ইসলাম
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করা নিয়ে মতামত দিলেন জামায়াত আমির
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ