পরিবেশে ইটনা-মিঠামাইন সড়কের প্রভাব খতিয়ে দেখা হবে: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশে ইটনা-মিঠামাইন সড়কের প্রভাব খতিয়ে দেখা হবে: পরিবেশ উপদেষ্টা
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



পরিবেশে ইটনা-মিঠামাইন সড়কের প্রভাব খতিয়ে দেখা হবে: পরিবেশ উপদেষ্টা

বন্যার আগাম তথ্য পেতে যেন ভোগান্তি না হয় সেজন্য ভারতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া পরিবেশের ওপর ইটনা-মিঠামাইন সড়কের প্রভাব খতিয়ে দেখার কথা তিনি উল্লেখ করেছেন।

রবিবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত এবং ইউএনডিপি’র প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সাম্প্রতিক বন্যায় আগামা পূর্বাভাস পেলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেতো উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘ভবিষ্যতে জানমালের নিরাপত্তা রক্ষায় নিয়মিত তথ্য চায় বাংলাদেশ। ফেনী কুমিল্লায় বন্যার ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে ক্ষতিগ্রস্তদের মতামত নেওয়া হবে। এছাড়া কিশোরগঞ্জের হাওড়ের ওপর নির্মিত ইটনা-মিঠামাইন-অষ্টগ্রাম সড়কের কারণে পরিবেশের কী ক্ষতি হয়েছে তাও ক্ষতিয়ে দেখা হবে।’

কেন হঠাৎ করে বন্যা শুরু হয়েছিল সেটার সঠিক তথ্য জানতে নোয়াখালী ও ফেনীতে গণশুনানি শুরু করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা জানান, বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, জলবায়ু উন্নয়ন এবং বন সংরক্ষণে আর্থিক সহায়তা করবে ইউএনডিপি ও ফ্রান্স। এ বিষয়ে তাদের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।

পুলিশের সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম দেশে আসবে। আপনি যদি তাদের কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কী কী নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে। এছাড়া একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যা ঘটে গেছে সেটা তো আমরা আনডু (ফিরিয়ে নেওয়া) করতে পারবো না। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।’

উপদেষ্টা বলেন, ‘পুলিশ কমিশন গঠন করা হবে। পুরো বাহিনীর সংস্কার প্রয়োজন। যখন যারা ক্ষমতায় ছিলো এই বাহিনীকে ব্যবহার করেছে। তাছাড়া পুলিশের মধ্যে একটা তাড়না আছে নিজেদের সংস্কারের বিষয়ে। তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।’

পুলিশের পুরনো আইনের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি ১৮৬১ সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশের পুলিশ চালাচ্ছেন। ব্রিটিশরা কি বাংলাদেশে এসেছিল জনমুখী একটা পুলিশ দিতে? তা তো তারা আসেনি। সবকিছুই আলোচনা হয়েছে, পুলিশ কমিশন যখন হবে, যখন জাতিসংঘের প্রস্তাবগুলো আমরা পাবো, সবাইকে নিয়ে আলোচনা করে কেমন করে একটা জনমুখী পুলিশ গড়ে তুলতে পারি সেটাই আমাদের ইচ্ছা।’

বিভিন্ন ঘটনায় ঢালাও মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা নিয়ন্ত্রণমুখী সরকার না। আরও কিছু দিন সময় দিতে হবে।’

এদিকে, বন্যাদুর্গত ১৪ জেলায় ৩ মাস ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজিতে খোলা আটা বিক্রি হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৪৭   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জুলাই পদযাত্রায় অংশ নিতে শনিবার সাতক্ষীরায় আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন
জুলাই ঘোষণাপত্র সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি
সবুজ নারায়ণগঞ্জ গড়তে এক লাখ গাছ লাগালেন ডিসি
প্রতিহিংসার রাজনীতি করি না: গিয়াসউদ্দিন
বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ