দলকে বেচে খেয়েছেন আর সুযোগ পাবেন না: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দলকে বেচে খেয়েছেন আর সুযোগ পাবেন না: সাখাওয়াত
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪



দলকে বেচে খেয়েছেন আর সুযোগ পাবেন না: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শামীম ওসমান, সেলিম ওসমানের পা চাটা কুকুর আতাউর রহমান মুকুল। দলের দুর্দিনে সুবিধা নিয়ে এখন সুদিনেও সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছে। দলকে অনেক বেচে খেয়েছেন আর সুযোগ পাবেন না।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপুর উপর হামলার প্রতিবাদে বন্দর থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন আরো বলেন, আওয়ামী লীগের দোসর আতাউর রহমান মুকুল বহিস্কৃত নেতা আর আশা হচ্ছে পদহারা নেতা। সেইদিন আবু আল ইউসূফ খান টিপুর বিরুদ্ধে তারা শহরে যে শোডাউন করেছে তাতেই প্রমাণিত হয় তারা ওই হামলার নায়ক। কেবল সেদিনের ঘটনাতেই তারা দলের বিরোধীতা করেননি যেদিন একটি অনুষ্ঠানে তার সামনে আওয়ামী লীগের গোপীনাথ দাস শহীদ জিয়াকে কুকুর বলে গালি দিয়েছেন সেইদিন আতাউর রহমান মুকুল মঞ্চে থেকে মুচকি মুচকি হাসেন। এসবের অর্থ কি দাড়ায়। আতাউর রহমান মুকুল কি বুঝতে পারেন না তাদের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। আর সে কারণেইতো এবারের উপজেলা নির্বাচনে বন্দরবাসী মুকুলকে লালকার্ড দেখিয়েছেন।

বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহেনশাহ আহাম্মেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র যুগ্ম আহাবায়ক মনির হোসেন খানম, যুগ্ম আহবায়ক ফতেহ রেজা রিপন, মাসুকুল ইসলাম রাজিব, বন্দর থানা বিএনপি’র সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ, সরকার আলম, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হীরণ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪০   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ