গিয়াসউদ্দিনের নেতৃত্বে রাজধানীর সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গিয়াসউদ্দিনের নেতৃত্বে রাজধানীর সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



গিয়াসউদ্দিনের নেতৃত্বে রাজধানীর সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে, সকাল থেকে ঢাকায় যেতে শুরু করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে তারা সমাবেশে অংশ নেয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১০   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে : জয়নুল আবদিন
নারীদের জন্য অভিযোজন কেন্দ্র বাস্তবায়নের পরিকল্পনা নাসিকের
বিএনপি করতে হলে সুনাগরিক হতে হবে: সাখাওয়াত
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের বৈঠক
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে আওতাভুক্ত করা হবে - সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ