মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলা, আহত ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলা, আহত ৮
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলা, আহত ৮

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মৎস্য বিভাগের ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাজিরা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), চালক মো. সাগর (৩০), স্পিডবোট ড্রাইভার সেকেন্দার হোসাইন (২৯), তাদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামে তার জন্য মঙ্গলবার গভীর রাতে জাজিরার সিডারচর একটি স্পিডবোট, বাবুর চরে দুইটি স্পিডবোট ও চরাত্রা একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে দায়িত্বরত অবস্থায় ছিল। হঠাৎ করে ১৮ থেকে ২০টি ইঞ্জিন চালিত নৌকা ভরে লোকজন এসে বাবুর চরের দুইটি স্পিডবোটে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের অভিযানের ১৬ জনের মধ্যে ৮ জনকে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাব। পরে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অভিযান কঠোর হচ্ছে তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:৫২:৪৬   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত : মুনিরুজ্জামান
ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৌশভোজের আয়োজন
টেলিকমসহ সব নীতিমালা নির্বাচিত সরকার রিভিউ করবে: আমির খসরু
দলের মজলুম অবস্থায় মুখপাত্রের মতো কাজ করেছি: রুমিন ফারহানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম
মাসুদুজ্জামানের উদ্যোগে শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
ঢাকা-থিম্পু সম্পর্ক জোরদারে শীর্ষ পর্যায়ের আলোচনা
ষড়যন্ত্র চলছে, চলবেই, আমরা থামবো না: মান্নান
সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন নবনিযুক্ত জেলা প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ