বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

প্রথম পাতা » খুলনা » বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। এই বিনা লাভের দোকানগুলোতে কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস পেয়ে খুশি ভোক্তারা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়েছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাতক্ষীরায় অতি বর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশ ছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা, ডাল ১০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুশী ক্রেতারা।

এ বিষয়ে শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, ‘সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুটা কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে যায়।’
চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে কমদামে বিক্রি করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

এবিষয়ে আয়োজকদের একজন জেলা নাগরিক কমিটির সদস্য বাবুল জানান, ‘কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।’

জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান, ‘লুটেরা সরকারের সিন্ডিকেট এখনও ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমূল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৪   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
খুলনায় মে দিবস পালিত
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ
চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি
আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, তবুও অনড় শিক্ষার্থীরা
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান
যশোরে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ