বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

প্রথম পাতা » খুলনা » বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। এই বিনা লাভের দোকানগুলোতে কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস পেয়ে খুশি ভোক্তারা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়েছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাতক্ষীরায় অতি বর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশ ছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা, ডাল ১০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুশী ক্রেতারা।

এ বিষয়ে শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, ‘সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুটা কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে যায়।’
চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে কমদামে বিক্রি করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

এবিষয়ে আয়োজকদের একজন জেলা নাগরিক কমিটির সদস্য বাবুল জানান, ‘কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।’

জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান, ‘লুটেরা সরকারের সিন্ডিকেট এখনও ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমূল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৪   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জনকল্যাণে কাজ করলে সরকার পাশে থাকে: ফারুক-ই-আজম
মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ভবদহ নিয়ে অতীতের সরকার লুটপাট চালিয়েছে, জামায়াতের এমপি প্রার্থীদের অভিযোগ
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
জামায়াতের সব কর্মীকে নির্বাচনী মাঠে কাজ করতে হবে : গোলাম পরওয়ার
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
সুন্দরবনে জিম্মি ৪ জেলে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ