বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

প্রথম পাতা » খুলনা » বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। এই বিনা লাভের দোকানগুলোতে কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস পেয়ে খুশি ভোক্তারা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়েছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাতক্ষীরায় অতি বর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশ ছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা, ডাল ১০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুশী ক্রেতারা।

এ বিষয়ে শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, ‘সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুটা কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে যায়।’
চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে কমদামে বিক্রি করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

এবিষয়ে আয়োজকদের একজন জেলা নাগরিক কমিটির সদস্য বাবুল জানান, ‘কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।’

জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান, ‘লুটেরা সরকারের সিন্ডিকেট এখনও ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমূল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৪   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সমাজকল্যাণ সচিব
সুন্দরবনে অবৈধভাবে শিকার করা ৪৯০ কাঁকড়াসহ আটক ৫
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ‘শ্যুটার’ আটক
শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
ঝিনাইদহে ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২
জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব
আরও রক্ত দিয়ে হলেও পরিবর্তনকে সফল করা হবে: গোলাম পরওয়ার
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ