হল্যান্ডের হ্যাটট্রিকে নেশন্স লিগের শীর্ষ পর্যায়ে নরওয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » হল্যান্ডের হ্যাটট্রিকে নেশন্স লিগের শীর্ষ পর্যায়ে নরওয়ে
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪



হল্যান্ডের হ্যাটট্রিকে নেশন্স লিগের শীর্ষ পর্যায়ে নরওয়ে

আর্লিং হলান্ড, গোল করা তার কাছে যেন কোনও ব্যাপারই নয়। ক্লাব কিংবা জাতীয় দল, মঞ্চ যাই হোক না কেন, প্রতিপক্ষের গোলমুখে সবসময়ই আতঙ্কের এক নাম হলান্ড। এবার তার দারুণ এক হ্যাটট্টিকে বিধ্বস্ত হলো কাজখস্তান। ঘরের মাটিতে রোববার রাতে ৫-০ গোলের দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের শীর্ষ পর্যায়ে জায়গা করে নিল নরওয়ে।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে উঠেছে তারা। ছয় ম্যাচ খেলে চারটিতে জয় ও একটি ড্র করেছে নরওয়ে। ৮ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা কাজখস্তানের পয়েন্ট ১।

দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি গত মাসেই গড়েছেন হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকা জাতীয় দলের হয়ে জালের দেখা পেয়েছেন গত ম্যাচেও, স্লোভেনিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পথে।

সেই ধারাবাহিকতায় কজাখস্তানের বিপক্ষে ২৩তম মিনিটেই গোলের দেখা পান হলান্ড। সতীর্থের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি বল পেয়ে জালে পাঠান তিনি। ৩৭তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এছাড়া এ ম্যাচে গোলের দেখা পেয়েছেন আলেকসান্দার সরলথ ও আন্তোনিও নুসা।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নরওয়ের এই তারকার ২৫তম হ্যাটট্রিক এটি। এর মধ্যে চারটি হ্যাটট্রিক তিনি করেছেন দেশের জার্সি গায়ে। সবচেয়ে ১১টি হ্যাটট্রিক তিনি করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। সালসবুর্কের হয়ে পাঁচটি, বরুশিয়ার হয়ে চারটি ও মোল্ডার হয়ে করেছেন একটি হ্যাটট্রিক।

জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে হলান্ডের মোট গোল ৩৮টি। এবারের নেশন্স লিগে এখন পর্যন্ত ৭ গোল করে শীর্ষে আছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৩টি হ্যাটট্রিকে মোট ২২ গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ৮:৫৫:২৯   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা
শিরোপা উৎসবে শেষ কিংস একাডেমি টুর্নামেন্ট
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী
ঐকমত্যের বাইরে কথা বললে বিভেদ বাড়বে, যা গণতন্ত্রের জন্য ভালো নয় : আমীর খসরু
সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
শোডাউনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের চমক
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ