চলছে অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলছে অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



চলছে অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রমও।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

১৮ নভেম্বরের মতো সড়ক কিংবা রেলপথ অবরোধের মত কর্মসূচিতে থেকে সরে এসেছেন তারা। তবে আলোচনায় ফলপ্রসূ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালিত হবে। যা আজ সকাল থেকে শুরু হয়েছে।

তবে এদিন সকাল থেকে তিতুমীর কলেজ এবং আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এ আন্দোলন করছেন তারা।

বাংলাদেশ সময়: ১২:১১:৩৩   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে মাসুদুজ্জামানের পক্ষ থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’
ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা
দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, নেতা-কর্মীদের উচ্ছ্বাস
বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক
পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ