
রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।
ইতালির রোমে ডব্লিউএফপি সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইনের সাথে বৈঠককালে তিনি এ অনুরোধ জানান বলে আজ ঢাকায় এক তথ্য বিবরণীতে বলা হয়।
নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন রাষ্ট্রদূতকে অভিনন্দন ও স্থায়ী প্রতিনিধি হিসেবে ডব্লিউএফপি’র সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানান। এ সময় ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি সম্প্রসারণের বিষয়টি সক্রিয় বিবেচনার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত রকিবুল হক আরো বলেন, মিয়ানমারে চলমান সহিংসতা ও জাতিগত নিধনের কারণে ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহে প্রতি বছর নতুন শিশু জন্ম নিচ্ছে। মিয়ানমারে সহিংসতা চলমান থাকায় নতুন শরণার্থী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করায় মোট শরণার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যার তথ্য নিয়মিতভাবে সংগ্রহে ডব্লিউএফপি’র জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি ফর্টিফাইড রাইস বিতরণ কার্যক্রমে সকল শরণার্থীকে অন্তর্ভ্ক্তু করার বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রসার এবং সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ‘স্কুল মিল’ কার্যক্রমে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধির কৌশল নির্ধারণে ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালকের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ২২:৩০:১০ ১১৮ বার পঠিত