রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বৃদ্ধির জন্য ডব্লিউএফপি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত রকিবুলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বৃদ্ধির জন্য ডব্লিউএফপি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত রকিবুলের
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বৃদ্ধির জন্য ডব্লিউএফপি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত রকিবুলের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

ইতালির রোমে ডব্লিউএফপি সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইনের সাথে বৈঠককালে তিনি এ অনুরোধ জানান বলে আজ ঢাকায় এক তথ্য বিবরণীতে বলা হয়।

নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন রাষ্ট্রদূতকে অভিনন্দন ও স্থায়ী প্রতিনিধি হিসেবে ডব্লিউএফপি’র সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানান। এ সময় ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি সম্প্রসারণের বিষয়টি সক্রিয় বিবেচনার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত রকিবুল হক আরো বলেন, মিয়ানমারে চলমান সহিংসতা ও জাতিগত নিধনের কারণে ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহে প্রতি বছর নতুন শিশু জন্ম নিচ্ছে। মিয়ানমারে সহিংসতা চলমান থাকায় নতুন শরণার্থী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করায় মোট শরণার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যার তথ্য নিয়মিতভাবে সংগ্রহে ডব্লিউএফপি’র জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি ফর্টিফাইড রাইস বিতরণ কার্যক্রমে সকল শরণার্থীকে অন্তর্ভ্ক্তু করার বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রসার এবং সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ‘স্কুল মিল’ কার্যক্রমে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধির কৌশল নির্ধারণে ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালকের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:১০   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ
আমজনতার দল অবশ্যই নিবন্ধন প্রাপ্য: রিজভী
ফতুল্লায় ৩ সাংবাদিককে মারধর, কৃষকদল নেতা কারাগারে
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
২০২৬ সালে মেঘনা-ধনাগোদা নদীতে সেতুনির্মাণ শুরু হবে : সেতু সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ