পঞ্চগড় সীমান্তে চোরাকারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড় সীমান্তে চোরাকারবারি আটক
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



পঞ্চগড় সীমান্তে চোরাকারবারি আটক

বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধপথে ভারতে প্রবেশ করার সময় ফিরোজ কামাল (২৯) নামে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (২৭ ডিসেম্বর) ব্যাটালিয়নের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞোপ্তিতে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, শনিবার ভোর সকালে পঞ্চগড়ের জেলার সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় তাকে আটক করে বিজিবি সদস্যরা।

জানা গেছে, আটক ফিরোজ কামাল পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সালটিয়াপাড়া গ্রামের মোতাহারের ছেলে।

বিজিবি বিজ্ঞোপ্তিতে জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মোমিনপাড়া এলাকায় ঘাগড়া বিওপি ক্যাম্পের সুবেদার জাহানুর ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানে ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫২/এমপি থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া এলাকায় ফিরোজ কামাল নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৯   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দীতে হবে জামায়াতের মহাসমাবেশ
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড
দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী
পঞ্চগড় সীমান্তে চোরাকারবারি আটক
গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত: কাদের গনি চৌধুরী
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
সরিষাবাড়ীতে রাজনীতির মাঠ এখন ‘পারিবারিক লড়াই’ একই পরিবারে ৩ প্রার্থীর
কেরানীগঞ্জে এক মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা ও বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ