শীতে কাঁপছে পঞ্চগড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতে কাঁপছে পঞ্চগড়
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



শীতে কাঁপছে পঞ্চগড়

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গেল কয়েকদিনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেও কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়। যদিও দুপুরের দিকে সূর্য উঁকি দিয়ে কিছুটা উষ্ণতা ছড়ালেও বিকেলের পর থেকে কমতে শুরু করে তাপমাত্রা।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

জানা যায়, সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। সোমবার এই সময়ে ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এ বিষয়ে আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় প্রতি বছর সবার আগে শীত নামে উত্তরের পঞ্চগড় জেলায়। এবারও ব্যতিক্রম হয়নি। কয়েকদিন ধরেই হিমশীতল বাতাস আর কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়ে। তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। দিনের অনেকটা সময় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রার পারদ নামতে থাকে। ফলে রাতে বেশ ঠান্ডা অনুভূত হয়।

তিনি আরও বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার এই সময়ে ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৪৩   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আদালতে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মাসুদুজ্জামানের দোয়া ও মিলাদ
হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ