শীতে কাঁপছে পঞ্চগড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতে কাঁপছে পঞ্চগড়
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



শীতে কাঁপছে পঞ্চগড়

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গেল কয়েকদিনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেও কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়। যদিও দুপুরের দিকে সূর্য উঁকি দিয়ে কিছুটা উষ্ণতা ছড়ালেও বিকেলের পর থেকে কমতে শুরু করে তাপমাত্রা।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

জানা যায়, সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। সোমবার এই সময়ে ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এ বিষয়ে আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় প্রতি বছর সবার আগে শীত নামে উত্তরের পঞ্চগড় জেলায়। এবারও ব্যতিক্রম হয়নি। কয়েকদিন ধরেই হিমশীতল বাতাস আর কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়ে। তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। দিনের অনেকটা সময় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রার পারদ নামতে থাকে। ফলে রাতে বেশ ঠান্ডা অনুভূত হয়।

তিনি আরও বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার এই সময়ে ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৪৩   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান
চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্বর উদ্বোধন
আনাসের দেখানো পথে দেশ রক্ষার আহ্বান মৎস্য উপদেষ্টার
বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট্রদূতের অঙ্গীকার
তরুণরা দেশের প্রতিটি সংকট পরিবর্তনের কেন্দ্রবিন্দু : যুব ও ক্রীড়া উপদেষ্টা
জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই: উপদেষ্টা আসিফ নজরুল
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকের অপসারণ দাবি, এলাকাবাসীর মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ