জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবেক পৌর মেয়র শাহিন তালুকদারের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
বুধবার(২৭ নভেম্বর) দুপুর ২টায় সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ী রেলক্রসিং মোড় এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাবেক পৌর মেয়র একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীনের মালিকানাধীন টিনশেড মার্কেট, রড-সিমেন্টের দোকান, পাট ও ভুট্টার গুদাম সহ পারভেজ এর ওষুধ ফার্মেসী মিজানুর ও মমিনুল ইসলামের মনোহারি দোকানসহ ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে মার্কেট ও দোকানের মালামাল সহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এঘটনায় সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহিন বলেন, আমার মার্কেট পুড়ে ছাঁই, প্রায় কোটি টাকার মতো সম্পদ পুড়ে গেছে। আমার ভাড়াটিয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরাও নিঃস্ব হয়ে গেছে। এ অসহায়দের প্রতি প্রশাসনের শুদৃষ্টি কামনা করছি।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ফায়ার সার্ভিসের একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে এবং দুটি ইউনিটের মধ্য দিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ২২:১৯:০০ ১২৪ বার পঠিত