ম্যাজিস্ট্রেট দেখে লাইট নিভিয়ে পালালো পলিথিন উৎপাদনকারীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ম্যাজিস্ট্রেট দেখে লাইট নিভিয়ে পালালো পলিথিন উৎপাদনকারীরা
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



ম্যাজিস্ট্রেট দেখে লাইট নিভিয়ে পালালো পলিথিন উৎপাদনকারীরা

ফতুল্লায় অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ উৎপাদনকারী কারখানা থেকে ২২০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব মো. আল মামুন‘র নেতৃত্বে ফতুল্লার পাগলা বাজারের ডিএনডি রোডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানিক দলের উপস্থিতি পাওয়া মাত্র পাওয়া কারখানার পিছন দিক দিয়ে পালিয়ে যায় কারখানার শ্রমিক-ব্যবসায়ীরা। এসময় নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। তবে পলিথিন কারখানা কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় কোন জরিমানা করা হয়নি।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপ পরিচালক এ এইচ এম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় প্রবেশের জন্য তিনটি দরজা রয়েছে। অভিযানিক দলের সদস্যরা একটি দিয়ে প্রবেশ করলে, কারখানার ভিতরে লাইট নিভিয়ে দেওয়া হয়। তখন কারখানার যারা কাজ করেন, সবাই পিছনের দরজা দিয়ে বের হয়ে যান। কারখানা থেকে আনুমানিক ২২০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আমরা বাজার কর্তৃপক্ষকে জানিয়েছি এই কারখানা বন্ধের জন্য। পরবর্তীতে এতে কোন রকম এক্টিভিটির তথ্য পেলে আমরা অভিযান পরিচালনা করবো।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫০   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ