ম্যাজিস্ট্রেট দেখে লাইট নিভিয়ে পালালো পলিথিন উৎপাদনকারীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ম্যাজিস্ট্রেট দেখে লাইট নিভিয়ে পালালো পলিথিন উৎপাদনকারীরা
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



ম্যাজিস্ট্রেট দেখে লাইট নিভিয়ে পালালো পলিথিন উৎপাদনকারীরা

ফতুল্লায় অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ উৎপাদনকারী কারখানা থেকে ২২০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব মো. আল মামুন‘র নেতৃত্বে ফতুল্লার পাগলা বাজারের ডিএনডি রোডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানিক দলের উপস্থিতি পাওয়া মাত্র পাওয়া কারখানার পিছন দিক দিয়ে পালিয়ে যায় কারখানার শ্রমিক-ব্যবসায়ীরা। এসময় নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। তবে পলিথিন কারখানা কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় কোন জরিমানা করা হয়নি।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপ পরিচালক এ এইচ এম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় প্রবেশের জন্য তিনটি দরজা রয়েছে। অভিযানিক দলের সদস্যরা একটি দিয়ে প্রবেশ করলে, কারখানার ভিতরে লাইট নিভিয়ে দেওয়া হয়। তখন কারখানার যারা কাজ করেন, সবাই পিছনের দরজা দিয়ে বের হয়ে যান। কারখানা থেকে আনুমানিক ২২০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আমরা বাজার কর্তৃপক্ষকে জানিয়েছি এই কারখানা বন্ধের জন্য। পরবর্তীতে এতে কোন রকম এক্টিভিটির তথ্য পেলে আমরা অভিযান পরিচালনা করবো।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫০   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল
এজেন্ট ঢুকে বিএনপিকে বদনাম করতে চাচ্ছে: সাখাওয়াত
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য ঐকমত্য কমিশন কাজ করছে : বদিউল আলম
৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করলেন ডিসি
স্বৈরাচার সরকারের নীতিমালাকে বাদ দিয়ে আধুনিক টেলিকম নীতিমালা করা হবে -ফয়েজ আহমদ তৈয়্যব
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
৩৬ তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ