এইচপিএস প্রোগ্রামের জন্য বাংলাদেশ ও ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » এইচপিএস প্রোগ্রামের জন্য বাংলাদেশ ও ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



এইচপিএস প্রোগ্রামের জন্য বাংলাদেশ ও ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ‘হেলথ প্রমোটিং স্কুল’ (এইচপিএস) প্রোগ্রামের জন্য ইউনেস্কোর সাথে ১৭০,০০০ ডলার মূল্যের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে এই রূপান্তরমূলক উদ্যোগের লক্ষ্য হল শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা বৃদ্ধি ও স্বাস্থ্য উন্নয়নকে শিক্ষা ব্যবস্থায় একীভূত করা।

ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইআরডি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ইআরডি’র সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ চুক্তিটিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইআরডির ইউএন উইং, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশিজনসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। স্কুল স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করার এইচপিএস প্রোগ্রামটি একটি বিশ্বব্যাপী ইউনেস্কো উদ্যোগের অংশ।

২০২৪ সালে প্রোগ্রামটি বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেশ হচ্ছে- বাংলাদেশ ও হন্ডুরাস। ইউনেস্কো’র কাজের উপর ভিত্তি করে ২১টি সদস্য রাষ্টে প্রোগ্রামটি স্কুলের স্বাস্থ্য কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশকে উন্নীত করায় বুলিং, সাইবার বুলিং এর মতো সমস্যার সমাধান দেবে।

উদ্যোগটি এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) ও এসডিজি ৪ (মানসম্মত শিক্ষা) অর্জনের জন্য দেশের প্রচেষ্টার সাথে সংযুক্ত। প্রোগ্রামটি ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন (ডিএসএইচই), ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (এনএইএম), ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক হোর্ড (এনসিটিবি) এবং অন্যান্য অংশিজনদের সম্পৃক্ত করে একটি ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিকে নিশ্চিত করবে।

স্কুলের স্বাস্থ্য নীতি অনুশীলনের যথাযথ সুফল দিতে ইউনেসস্কো তার বিশ্বব্যাপী দক্ষতাকে ব্যবহার করবে এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা উভয়ই প্রদান করবে।

স্কুলসমুহে মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ নিরসন, সহিংসতা ও বৈষম্য মোকাবেলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারকে উৎসাহিত করার উপর জোর দেয় এইচপিএস প্রোগ্রামটি।

বাংলাদেশ সময়: ২২:৪০:০২   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্য গণভোট - ফারুক ই আজম
ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক
কতটা কাজ করেছি, তা এলাকার মানুষই সাক্ষী: কালাম
বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে: আসিফ নজরুল
শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল রাজশাহী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ