না.গঞ্জে দুটি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে দুটি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



না.গঞ্জে দুটি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক

নারায়ণগঞ্জে পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নব নিযুক্ত পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রথমে সিভিল সার্জন কার্যলয়ে আসেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পরিদর্শন করেন। এ সময় দুটি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মন্ত্রণালয়ে আজ মিটিং আছে, এ জন্য আমরা পরিস্থিতি জানতে এসেছি। সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে কাজ করবে। আশা করছি ডেঙ্গু অবস্থা ভালো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি। একটা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। জেলা উপজেলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আরেকটা হচ্ছে মশা নিয়ন্ত্রণ। এটি নিয়ে আজও আমাদের মন্ত্রণালয়ে মিটিং আছে। গতকালও আমরা সারাদেশে জুম মিটং করেছি।

জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, ডেঙ্গু রোগীদের আমরা একটা প্রটোকল মেন্টেইন করি। আমার ভিক্টোরিয়া হাসপাতালে একটা আইসিইউ আছে। সেখানে আমরা ৮ হাজার এমনকি ৫ হাজার প্লাটিলেটের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। বাংলাদেশে এখন একটা স্ট্যান্ডার্ড ডেঙ্গু চিকিৎসা প্রটোকল মেন্টেইন করা হয়। সেভাবেই চিকিৎসা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৬   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সারাদেশে পবিত্র আশুরা পালিত
সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
ফতুল্লায় স্টেডিয়ামের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
রিয়া গোপের বাড়িতে উপদেষ্টা ‘যুগের পর যুগ রিয়ার নাম থাকবে’
আলিম হয়ে জালেমদের উদাহরণ কিভাবে আনে: প্রশ্ন গিয়াসউদ্দিনের
পবিত্র আশুরায় ‘ইয়া হোসেন, হায় হোসেন’-এ মুখরিত নগরী
চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
মবের সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ