না.গঞ্জে দুটি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে দুটি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



না.গঞ্জে দুটি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক

নারায়ণগঞ্জে পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নব নিযুক্ত পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রথমে সিভিল সার্জন কার্যলয়ে আসেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পরিদর্শন করেন। এ সময় দুটি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মন্ত্রণালয়ে আজ মিটিং আছে, এ জন্য আমরা পরিস্থিতি জানতে এসেছি। সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে কাজ করবে। আশা করছি ডেঙ্গু অবস্থা ভালো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি। একটা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। জেলা উপজেলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আরেকটা হচ্ছে মশা নিয়ন্ত্রণ। এটি নিয়ে আজও আমাদের মন্ত্রণালয়ে মিটিং আছে। গতকালও আমরা সারাদেশে জুম মিটং করেছি।

জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, ডেঙ্গু রোগীদের আমরা একটা প্রটোকল মেন্টেইন করি। আমার ভিক্টোরিয়া হাসপাতালে একটা আইসিইউ আছে। সেখানে আমরা ৮ হাজার এমনকি ৫ হাজার প্লাটিলেটের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। বাংলাদেশে এখন একটা স্ট্যান্ডার্ড ডেঙ্গু চিকিৎসা প্রটোকল মেন্টেইন করা হয়। সেভাবেই চিকিৎসা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৬   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজড করছে সরকার : বিডা চেয়ারম্যান
জামালপুরে ৩১ দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ।
‘গত ১৬ বছর ওসমান দালালরা ভোট ‘হাইজ্যাক’ করে গণতন্ত্রকে হত্যা করেছে’
‘বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র’
‘ই-বেইলবন্ড’ চালুর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে - আসিফ নজরুল
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ