দোহা ফোরামে প্রধান উপদেষ্টার রো‌হিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দোহা ফোরামে প্রধান উপদেষ্টার রো‌হিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



দোহা ফোরামে প্রধান উপদেষ্টার রো‌হিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান চলমান দোহা ফোরামে অংশগ্রহণ করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, ফোরামে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. শফিকুর রহমান।

কাতার সরকারের আয়োজনে শেরাটন হোটেল দোহার আল দাফনা কনফারেন্স হলে ২২তম দোহা ফোরাম শনিবার শুরু হয়েছে। এবারের থিম হলো ‘দ্য ইনোভেশন ইমপেরেটিভ। ডিপ্লোমেসি, ডায়ালগ, ডাইভার্সিটি‌‌’।

দুই দিনব্যাপী এ ফোরাম আজ রোববার শেষ হবে। প্রায় শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধি দলের অংশগ্রহণে এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ফোরামের উদ্বোধনী ভাষণ দেন।

হাই-রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান এর আগে শুক্রবার সন্ধ্যায় দোহায় বাংলাদেশ-কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কাতার প্রবাসী বাংলাদেশি আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি ড. ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন।

প্রবাসীদেরকে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে, বর্তমানে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কাতার প্রবাসী ব্যাডমিন্টন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

হাই-রিপ্রেজেন্টেটিভ দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আন্তর্জাতিক সহায়তাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তির সাথে বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:২১   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’
মাসুদুজ্জামানের পক্ষে জীবনের সর্বোচ্চ বাজি রেখে কাজ করার আহ্বান
পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির
সরিষাবাড়ীতে ওলামা নেতাকে মারধর,ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুর, আহত ১
অতীতের মতো কেউ যেন ফাউল গেম খেলতে না পারে : জামায়াত আমির
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা : সিএমপি কমিশনার
এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে ৯ দল, রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ