খালেদা জিয়ার মৃত্যুতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের গভীর শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার মৃত্যুতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের গভীর শোক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার মৃত্যুতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের গভীর শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন।

এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.) স্বাক্ষরিত এই শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। শ্রদ্ধা ও সামরিক সম্মানের সঙ্গে গভীর শোক প্রকাশ করছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন।

এতে আরো বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ, দৃঢ় ও আপসহীন নেতৃত্বের প্রতীক।
কঠিন সময়, রাজনৈতিক সংকট ও প্রতিকূল পরিবেশেও তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। রাষ্ট্র পরিচালনায় তাঁর সাহসী সিদ্ধান্ত, রাজনৈতিক সংগ্রাম এবং ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩০   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭
হাড়কাঁপানো শীতে জবুথবু ঠাকুরগাঁও
তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
তাইওয়ানের আশপাশে চীনা সামরিক মহড়া নিয়ে চিন্তার কিছু নেই, বললেন ট্রাম্প
খালেদা জিয়ার মৃত্যুতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের গভীর শোক
মিয়ানমারে প্রথম ধাপের নির্বাচনে জান্তা সমর্থিত দলের জয় দাবি
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া
বেগম জিয়ার মৃত্যুতে মমতার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোকসভা
বেগম জিয়ার জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ