
তাইওয়ানের চারপাশে বেইজিংয়ের সামরিক মহড়া নিয়ে তিনি চিন্তিত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানকে ঘিরে বড় পরিসরের সামরিক মহড়া শুরু করেছে চীন।
সোমবারে (২৯ অনুষ্ঠিত) এসব মহড়ার পর তাইওয়ান সম্ভাব্য হামলা প্রতিহত করতে দ্রুত সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে। দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকা দখল ও অবরোধের অনুকরণে পরিচালিত এই মহড়াকে বেইজিং ‘বিচ্ছিন্নতাবাদী শক্তি’র বিরুদ্ধে কড়া সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছে।
এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন ট্রাম্প, ‘প্রেসিডেন্ট শি-এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে এবং তিনি মহড়ার বিষয়ে আমাকে কিছুই বলেননি। তবে আমি অবশ্যই এটা দেখেছি।’ তিনি আরো বলেন, ‘না, কোনো কিছুই আমাকে উদ্বিগ্ন করছে না। তারা ওই এলাকায় গত ২০ বছর ধরেই নৌ মহড়া চালিয়ে আসছে।
’
সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের যুদ্ধ মহড়া, আমেরিকা তাইওয়ানের কাছে তাদের সর্ববৃহৎ অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার প্রায় দুই সপ্তাহ পরে অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্রয় বেইজিংকে ক্ষুব্ধ করেছিল, যারা স্ব-শাসিত দ্বীপটিকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে।
দ্বীপের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল এবং অবরোধের অনুকরণে পরিচালিত এই যুদ্ধ মহড়াগুলো তাইওয়ান স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপ-এর বিরুদ্ধে একটি সতর্কতা বলে চীনা সামরিক বাহিনী বলেছে। মঙ্গলবার চীনের সামরিক মহড়ায় দ্বীপটির চারপাশের পাঁচটি স্থানে সমুদ্র ও আকাশসীমায় টানা ১০ ঘণ্টার সরাসরি গোলাবর্ষণ (লাইভ-ফায়ার) মহড়া চালানো হবে।
তাইওয়ান প্রণালির দায়িত্বে থাকা চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সেনাবাহিনীর ‘সমুদ্র-আকাশ সমন্বয়’ এবং ‘সমন্বিত নিয়ন্ত্রণ সক্ষমতা’ পরীক্ষা করতে ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও ফাইটার-বোমারু বিমান মোতায়েন করা হয়ে
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মঙ্গলবার সকালে দ্বীপের চারপাশে ১৩০টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে। যার মধ্যে ৯০টি ‘মধ্যম রেখা’ অতিক্রম করেছে (চীন এবং তাইওয়ানকে বিভক্তকারী একটি অনানুষ্ঠানিক সীমানা), যে রেখার বৈধতা চীন প্রত্যাখ্যান করেছে।
তাইওয়ানের মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা দ্বীপের কাছে এক ডজনেরও বেশি চীনা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়েছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিমান, জাহাজ এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় মহড়ার সমালোচনা করেছে, এগুলো আন্তর্জাতিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছে।
সূত্র : বিবিসি
বাংলাদেশ সময়: ১৬:৫৬:২৭ ৪ বার পঠিত